বিয়ানীবাজারে সোনালী ব্যাংকের কর্মকর্তা করোনা আক্রান্ত

বিয়ানীবাজার প্রতিনিধি


জুন ০৫, ২০২০
১১:৫১ অপরাহ্ন


আপডেট : জুন ০৫, ২০২০
১১:৫১ অপরাহ্ন



বিয়ানীবাজারে সোনালী ব্যাংকের কর্মকর্তা করোনা আক্রান্ত

বিয়ানীবাজারের সোনালী ব্যাংক বৈরাগীবাজার শাখার সিনিয়র কর্মকর্তার করোনা পজেটিভ শনাক্ত হয়েছে। শুক্রবার রাত সাড়ে ১০টায় এ তথ্য নিশ্চিত করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসা কর্মকর্তা ডা. আবু ইসহাক আজাদ।

আক্রান্ত সোনালী ব্যাংক কর্মকর্তা গত ২৯ মে নারায়নগঞ্জের রূপগঞ্জ থেকে কর্মস্থলে ফিরেন। অন্তস্বত্তা স্ত্রীর পাশে ছুটে গিয়েছিলেন মে মাসের মধ্য সময়ে। সেখানে করোনা পরীক্ষা করলে নেগেটিভ ছিলেন। বিয়ানীবাজারে ফেরত আসার পর গত ৩১ মে তার করোনা নমুনা নেওয়া হয়েছিলো।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসা কর্মকর্তা ডা. আবু ইসহাক আজাদ বলেন, তিনি ভ্রমণের সময় কমিউনিটি ট্রান্সমিশনের শিকার হয়েছেন। সেজন্য আমরা বার বার ঘোরাফেরা না করে নিজ ঘরে অবস্থান করার আহবান জানাচ্ছি। সোনালী ব্যাংকের এ কর্মকর্তা রূপগঞ্জ গিয়ে নমুনা পরীক্ষা করিয়েছিলেন, সে সময় তিনি নেগেটিভ ছিলেন। এক সপ্তাহ পর বিয়ানীবাজার আসার পথে গাড়িতে কিংবা পথিমধ্যে আক্রান্ত হয়েছেন।

এসএ/বিএ-০৬