নিজস্ব প্রতিবেদক
জুন ০৬, ২০২০
০৯:৪৪ পূর্বাহ্ন
আপডেট : জুন ০৬, ২০২০
১০:১৪ পূর্বাহ্ন
সিলেট আওয়ামী লীগের নিবেদিতপ্রাণ কর্মী মঞ্জু মিয়া আর নেই। দীর্ঘদিন অসুস্থতার সঙ্গে লড়াই শেষে চলে গেলেন না ফেরার দেশে। আজ শনিবার (৬ জুন) সকাল পৌনে নয়টায় তিনি সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে শেষ নি:শ্বাস ত্যাগ করেন।
বিষয়টি নিশ্চিত করেছেন সিলেট মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অধ্যাপক জাকির হোসেন। তিনি জানান, মঞ্জু মিয়া গত বৃহস্পতিবার নিউমোনিয়া নিয়ে গুরুতর অসুস্থ অবস্থায় ওসমানী হাসপাতালে ভর্তি হয়েছিলেন। দুইদিন চিসাৎধীন থাকার পর আজ সকালে মৃত্যুর কোলে ঢলে পড়েন তিনি।
সিলেটের মানুষের কাছে মঞ্জু মিয়া ‘মাইক মঞ্জু’ নামে পরিচিত ছিলেন। সিলেট আওয়ামী লীগের যেকোনো কর্মসূচিতে মাইক হাতে নিয়ে বেরিয়ে পড়তেন মঞ্জু । গত মার্চে সিলেট জেলা ও মহানগর আওয়ামী লীগ আয়োজিত মুজিববর্ষের অনুষ্ঠানে মঞ্জু মিয়াকে সম্মাননা প্রদান করা হয়।
এএন/০৬