নিজস্ব প্রতিবেদক
জুন ০৬, ২০২০
১০:১৬ অপরাহ্ন
আপডেট : জুন ০৬, ২০২০
১০:৩৭ অপরাহ্ন
সিলেট বিভাগে প্রতিদিনই বাড়ছে করোনা আক্রান্ত রোগীর সংখ্যা। আক্রান্তদের সিংহভাগই সিলেট জেলার। আজ শনিবার (৬ জুন) সকাল পর্যন্ত সিলেট বিভাগে আক্রান্তের সংখ্যা ছাড়িয়েছে ১ হাজার ৪শ। এর মধ্যে করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন ৩১ জন। হাসপাতালে চিকিৎসাধীন আছেন ২০৬ জন।
স্বাস্থ্য অধিদপ্তর সূত্রে জানা গেছে, সিলেট বিভাগে শনিবার সকাল পর্যন্ত ১৪১৩ জন করোনা আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে। এর মধ্যে সিলেটে ৭৮৩ জন, সুনামগঞ্জে ২৭০ জন, হবিগঞ্জে ২০৮ জন ও মৌলভীবাজারে ১৫২জন।
সিলেট বিভাগে বর্তমানে করোনা আক্রান্তদের মধ্যে ২০৬ জন বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। এর মধ্যে ৫২ জন সিলেটের দুই হাসপাতালে, সুনামগঞ্জের বিভিন্ন হাসপাতালে ৮৯ জন, হবিগঞ্জের হাসপাতালে ৬০ জন ও মৌলভীবাজারে ৫ জন।
সিলেট বিভাগে শনিবার সকাল পর্যন্ত ৩৬০ জন করোনা আক্রান্ত রোগী সুস্থ হয়েছেন। এর মধ্যে সিলেটে ১০৭ জন, সুনামগঞ্জে ৭৬ জন, হবিগঞ্জে ১২১ জন ও মৌলভীবাজারে ৫৬ জন।
জানা গেছে, এখন পর্যন্ত সিলেট বিভাগে ৩১ জন করোনা আক্রান্ত রোগী মারা গেছেন। এর মধ্যে সিলেট জেলায় ২৩ জন, হবিগঞ্জে দুইজন মৌলভীবাজারে চার জন ও সুনামগঞ্জে দুইজন।
এ বিষয়ে স্বাস্থ্য অধিদপ্তর সিলেট বিভাগীয় কার্যালয়ের সহকারী পরিচালক আনিসুর রহমান সিলেট মিররকে বলেন, ' গত ২৪ ঘন্টায় সিলেট বিভাগে আরও ৯১ জনের করোনা শনাক্ত হয়েছে আর করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন দুইজন। এদের মধ্যে একজন সুনামগঞ্জের এবং অন্যজন হবিগঞ্জের। '
এনএইচ/আরসি-০২