নিজস্ব প্রতিবেদক
জুন ০৬, ২০২০
১০:৩০ পূর্বাহ্ন
আপডেট : জুন ০৬, ২০২০
১০:৩৬ পূর্বাহ্ন
করোনায় আক্রান্ত সিলেট সিটি করপোরেশনের সাবেক মেয়র ও আওয়ামী লীগের কেন্দ্রীয় নির্বাহী সদস্য বদরউদ্দিন আহমদ কামরানের শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাকে শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আজ শনিবার (৬ জুন) সকালে তাকে হাসপাতালে ভর্তি করা হয় বলে নিশ্চিত করেছেন শামসুদ্দিন আহমদ হাসপাতালের মেডিসিন বিভাগের চিকিৎসক ডা. জন্মেজয় দত্ত।
তিনি সিলেট মিররকে বলেন, 'আজ সকাল এগারোটার দিকে বদরউদ্দিন আহমদ কামরানকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তার বমি হচ্ছে আর জ্বর আছে। তাকে কেবিনেই রাখা হয়েছে।'
এর আগে গতকাল শুক্রবার (৫ জুন) সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের পিসিআর ল্যাবে নমুনা পরীক্ষায় তাঁর করোনা শনাক্ত হয়।
এদিকে বদর উদ্দিন আহমদ কামরানের ঘনিষ্টজন যুবলীগ নেতা মেহেদী কাবুল জানান, কামরান ভাইয়ের কিছুটা শ্বাসকষ্ট আছে সঙ্গে অন্যান্য কিছু শারীরিক জটিলতা থাকায় হাসপাতালে নেওয়া হয়েছে। আর উনার স্ত্রীর শারীরিক অবস্থা ভালো। তিনি বাসায় থেকেই চিকিৎসা নিচ্ছেন।
এনএইচ/বিএ-০৮