গোয়াইনঘাট প্রতিনিধি
জুন ০৬, ২০২০
০১:০২ অপরাহ্ন
আপডেট : জুন ০৬, ২০২০
০১:০২ অপরাহ্ন
সিলেটের গোয়াইনঘাট উপজেলায় একই পরিবারের চারজন, ব্যাংক কর্মকর্তা এবং পুলিশ সদস্যসহ নতুন করে একদিনে সর্বোচ্চ আরও ১০ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন।
এ নিয়ে গোয়াইনঘাট উপজেলায় মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১৯ জনে।
গোয়াইনঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. নাজমুস সাকিব বিষয়টি নিশ্চিত করেছেন।
আক্রান্তদের মধ্যে সোনালী ব্যাংক গোয়াইনঘাট শাখার ম্যানেজার, জাফলং ট্যুরিস্ট পুলিশের এক এএসআই, থানা পুলিশের দুই সদস্য, উপজেলার লেঙ্গুড়া গ্রামের দুই বাসিন্দা, নলজুরি গ্রামের আড়াই মাস বয়সী এক ছেলেসহ একই পরিবারের চারজন।
উপজেলা প্রশাসন ও স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা গেছে, গত ৩১ মে নিজ নিজ কার্যালয় ও বসত বাড়ি থেকে গোয়াইনঘাট স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল টিমের সদস্যরা ২০ জনের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল ল্যাবে পাঠায়। পরীক্ষা শেষে গত শুক্রবার (৫ জুন) রাতে এদের মধ্য থেকে ১০ জনের করোনা পজেটিভ রিপোর্ট আসে।
গোয়াইনঘাট থেকে এ পর্যন্ত সর্বমোট ১৯৯ জনের নমুনা সংগ্রহ করে পাঠানো হয়েছে এর মধ্যে ১৯ জনের রিপোর্ট পজেটিভ এসেছে।
গোয়াইনঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. নাজমুস সাকিব বলেন, আক্রান্তদের বিধি মোতাবেক হোম কোয়ারেন্টিনে রাখাসহ প্রয়োজনীয় চিকিৎসার ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।েএমএম/বিএ-১৬