বালাগঞ্জে মাছ ধরে বাড়ি ফেরা হলো না স্কুল ছাত্রের

বালাগঞ্জ প্রতিনিধি


জুন ০৬, ২০২০
০৩:১০ অপরাহ্ন


আপডেট : জুন ০৬, ২০২০
০৩:১০ অপরাহ্ন



বালাগঞ্জে মাছ ধরে বাড়ি ফেরা হলো না স্কুল ছাত্রের

পরিবারের সদস্যদের সঙ্গে বাড়ির পাশে মাছ ধরতে গিয়েছিল সে। কিন্তু এই যাওয়া যে শেষ যাওয়া হবে তা কী সে জানতো? মাছ ধরে বাড়ি ফেরার আগেই বজ্রপাতে প্রাণ হারিয়েছে স্কুল ছাত্র ইমন আহমদ (১৪)। সে বালাগঞ্জ ইউনিয়নের চকপীরপুর গ্রামের আনোয়ার মিয়ার ছেলে। 

স্থানীয় সূত্রে জানা যায়, আজ শনিবার (৬ জুন) সকাল সাড়ে ১০টার দিকে ইমনসহ কয়েকজন মাছ ধরতে গেলে বজ্রপাতের আঘাতে সে মাটিতে লুটিয়ে পড়ে। স্থানীয় একটি প্রাইভেট ক্লিনিকে নেওয়ার পর চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ইমন বোয়ালজুড় বাজার উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্র ছিল বলে জানা গেছে। চার ভাইয়ের মধ্যে সে সবার বড়। বজ্রপাতে ইমনের মর্মান্তিক মৃত্যুতে তার মা-বাবাসহ পরিবারের সদস্যরা বারবার মুর্ছা যাচ্ছেন। এলাকায় নেমে এসেছে শোকের ছায়া। 

বালাগঞ্জ থানার ওসি গাজী আতাউর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে। ময়নাতদন্ত ছাড়াই লাশ দাফনের অনুমতি দেওয়া হয়েছে।’  

এসএ/এনপি-১২