সিলেট মিরর ডেস্ক
জুন ০৬, ২০২০
০৩:১৭ অপরাহ্ন
আপডেট : জুন ০৬, ২০২০
০৩:১৭ অপরাহ্ন
বাংলাদেশ কাশ্যপ কল্যাণ পরিষদ সিলেট জেলা শাখার উদ্যোগে গোলাপগঞ্জ উপজেলার কুশিয়ারা তীরবর্তী আলমপুর ও খুলিয়া (ছিলিমপুর) গ্রামে ৬০ জনকে খাদ্যসামগ্রী দেওয়া হয়েছে। আজ শনিবার (৬ জুন) দরিদ্র লোকজনের কাছে খাদ্যসামগ্রী পৌঁছে দেন কাশ্যম কল্যাণ পরিষদের নেতৃবৃন্দ।
এসময় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদ সিলেট জেলা শাখার সভাপতি অ্যাডভোকেট প্রদীপ কুমার ভট্টাচার্য্য, কাশ্যপ কল্যাণ পরিষদ জেলা শাখার সভাপতি সুসেন্দ্র চন্দ্র নমঃ খোকন, সাধারণ সম্পাদক ব্যাংকার জ্যোতি মোহন বিশ্বাস, যুগ্ম সম্পাদক খাদ্য পরিদর্শক প্রানেশ লাল বিশ্বাস, ব্যাংকার মহিম বিশ্বাস, সাংগঠনিক সম্পাদক ব্যাংকার অরুণ কুমার বিশ্বাস, কোষাধ্যক্ষ কার্তিক বিশ্বাস, বিগবাজারের স্বত্বাধিকারী সাগর দাস এবং আলমপুর ও খুলিয়া এলাকার প্রতিনিধি প্রমেশ বিশ্বাস, সৌহার্দ্য বিশ্বাস সৌরভ প্রমুখ।
এনপি-১৩