নিজস্ব প্রতিবেদক
জুন ০৭, ২০২০
০৩:৪৩ পূর্বাহ্ন
আপডেট : জুন ০৭, ২০২০
০৩:৪৩ পূর্বাহ্ন
আসন্ন বাজেটে শিক্ষা ও স্বাস্থ্যখাতে বরাদ্দ বৃদ্ধির দাবিতে সিলেটের দক্ষিণ সুরমায় মানববন্ধন করেছে বাংলাদেশ ছাত্র ইউনিয়ন দক্ষিণ সুরমা উপজেলা সংসদ।
আজ শনিবার (৬ জুন) বেলা দুইটায় দক্ষিণ সুরমার জালালপুর বাজারে শারীরিক দূরত্ব বজায় রেখে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। ছাত্র ইউনিয়ন দক্ষিণ সুরমা উপজেলা সংসদের আহ্বায়ক হাছান বক্ত চৌধুরী কাওছারের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য দেন ছাত্রনেতা সনজিৎ কুমার দাস, শ্রাবণ দাস প্রমুখ।
মানববন্ধনে বক্তারা বলেন, 'সারাবিশ্ব আজ করোনা সংকটকালীন সময় পার করছে। বাংলাদেশেও একই অবস্থা। এই সময় আমরা দেখতে পাচ্ছি আমাদের স্বাস্থ্যখাতের বেহাল দশা। মানুষ অক্সিজেনের অভাবে মারা যাচ্ছে। বিশ্বের বিভিন্ন বিশ্ববিদ্যালয় যখন করোনার টিকা বের করতে গবেষণা চালাচ্ছে তখন দেশের বিশ্ববিদ্যালয়গুলোতে করোনা পরীক্ষা কেন্দ্র চালু হয়েছে মাত্র। এর কারণ হল শিক্ষায়, গবেষণায় বরাদ্দ একেবারেই কম।'
বক্তারা আরও বলেন, 'করোনা আমাদের সামনে সত্য উন্মোচন করেছে। আমরা দেখছি সামরিক খাতের চেয়ে শিক্ষায়, গবেষণায় ও স্বাস্থ্যখাতে বাজেটের বেশি বরাদ্দের প্রয়োজন। আমরা দাবি জানাই করোনা-পরবর্তী শিক্ষাব্যবস্থাকে ঢেলে সাজাতে আসন্ন বাজেটে ১৮ শতাংশ বরাদ্দ দিতে হবে।'
এনএইচ/এনপি-১৪