খেলা ডেস্ক
জুন ০৬, ২০২০
০৬:৪২ অপরাহ্ন
আপডেট : জুন ০৬, ২০২০
০৬:৫৩ অপরাহ্ন
গ্যালারিভরা দর্শক উপস্থিতিতে মাঠে ফুটবল ফেরাল ভিয়েতনাম। শুরুতেই কার্যকর পদক্ষেপ নিয়ে করোনা মোকাবিলায় সফল দেশটি। সেকারণেই বৈশ্বিক মহামারিটিকে ভিয়েতনামের দর্শকরা থোড়াই কেয়ার!
যদিও করোনায় সংকটজনক পরিস্থিতিতে গত মার্চ থেকে স্থগিত ছিল ভিয়েতনামের পেশাদার ফুটবল লিগ। করোনাভাইরাসের সংক্রমণ নিয়ন্ত্রণে রেখে গোটা বিশ্বের প্রশংসা য় ভাসছে দেশটি। এখন অর্থনীতির চাকা স্বাভাবিক করতে উঠেপড়ে লেগেছে। তারই অংশ হিসেবে শুক্রবার দর্শকের উপস্থিতিতে ফের মাঠে গড়িয়েছে ভি লিগ ওয়ান।
নাম দিন শহরের স্টেডিয়ামটিতে ছিল ভক্ত-সমর্থকদের চিরচেনা সেই উন্মাদনা! স্বাগতিক দল অবশ্য ২-১ গোলে হেরে গেছে ভিয়েত্তেলের কাছে। গ্যালারি ছিল কানায় কানায় পূর্ণ। করোনায় আক্রান্ত হওয়ার ভয় উপেক্ষা করে মাঠে হাজির হয়েছিলেন প্রায় ৩০ হাজার দর্শক। প্ল্যাকার্ড-পোস্টার নিয়ে, কাঁধে কাঁধ মিলিয়ে, গলা ফাটিয়ে ম্যাচ উপভোগ করেন তারা।
ফুটবলপ্রেমীরা সামাজিক দূরত্ব মানেননি। নির্দেশনা থাকলেও অল্প সংখ্যক সমর্থকই মাস্ক পরে মাঠে গিয়েছিলেন। তবে গ্যালারিতে ঢোকার আগে তাদের শরীরের তাপমাত্রা মাপা হয়েছে। ছিল হ্যান্ড স্যানিটাইজারের বন্দোবস্তও।
এএন/০৮