শামসুদ্দিনে চেয়ার দিলো জেসিপিএসসি অ্যালামনাই অ্যাসোসিয়েশন

সিলেট মিরর ডেস্ক


জুন ০৬, ২০২০
০৬:৪৯ অপরাহ্ন


আপডেট : জুন ০৬, ২০২০
০৬:৪৯ অপরাহ্ন



শামসুদ্দিনে চেয়ার দিলো জেসিপিএসসি অ্যালামনাই অ্যাসোসিয়েশন

জালালাবাদ ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজের প্রাক্তন শিক্ষার্থীদের সংগঠন জেসিপিএসসি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের উদ্যোগে সিলেট শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে কোভিড-১৯ পরীক্ষা করতে আসা রোগীদের জন্য চেয়ার প্রদান করা হয়েছে।  

আজ শনিবার (৬ জুন) হাসপাতালে ৫০টি চেয়ার প্রদান করে সংগঠনটি। হাসপাতালের পক্ষে চেয়ার গ্রহণ করেন সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. ইউনুছুর রহমান। অ্যাসোসিয়েশনের সভাপতি সৈয়দ তানভীর আলম এবং সেক্রেটারি ডা. এ এফ এম রেজাউল ইসলাম মুনাইম এসব চেয়ার হস্তান্তর করেন। 

এ সময় উপস্থিত ছিলেন, সিলেট ওসমানী মেডিকেল কলেজ ও হাসপাতালের সার্জারি বিভাগের রেজিস্ট্রার ডা. আদনান চৌধুরী, অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সদস্য মুমিনুল হক ফাহিম এবং সিলেট শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালের চিকিৎসকবৃন্দ ।

এসময় ব্রিগেডিয়ার জেনারেল মো. ইউনুছুর রহমান মহৎ কাজের প্রশংসা করেন এবং চেয়ারগুলো করোনা টেস্ট করতে আসা দাঁড়িয়ে থাকা রোগীদের অনেক উপকারে আসবে বলে মত প্রকাশ করেন।

এনএইচ/এনপি-১৮