সিলেট মিরর ডেস্ক
জুন ০৬, ২০২০
০৭:১১ অপরাহ্ন
আপডেট : জুন ০৬, ২০২০
০৭:১১ অপরাহ্ন
বিশ্ব পরিবেশ দিবস-২০২০ ও পরিবেশ বিষয়ক সংগঠন 'ভূমিসন্তান বাংলাদেশ' এর প্রতিষ্ঠার অর্ধযুগপূর্তি উপলক্ষে ৭ দিনব্যাপী কর্মসূচির দ্বিতীয় দিনে প্রাণীসেবা কর্মসূচি পালন করা হয়েছে।
প্রাণীসেবার উদ্দেশে আজ শনিবার (৬ জুন) বিকেলে সিলেট নগরীর সৈয়দ চাষনী পীর (রহ.) মাজার এলাকায় বসবাসরত বানরদের খাবার প্রদান করেছেন ভূমিসন্তান বাংলাদেশ এর কর্মীরা।
কর্মসূচির বিষয়ে ভূমিসন্তান বাংলাদেশ এর সমন্বয়ক আশরাফুল কবীর বলেন, অসংখ্য নাগরিক প্রাণী শহরে বসবাস করেন যারা এখন খাদ্য সংকটে রয়েছেন। তাদেরকে কিছু খাদ্য সহায়তা প্রদানে এই উদ্যোগ নেওয়া হয়েছে।
এ সময় ভূমিসন্তান বাংলাদেশের কর্মীরা ছাড়াও উপস্থিত ছিলেন, বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) সিলেট এর সাধারণ সম্পাদক আব্দুল করিম কিম, ইলেকট্রনিক মিডিয়া জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সহ-সভাপতি আনিস রহমান ও সাধারণ সম্পাদক সজল ছত্রী।
আনিস রহমান বলেন, ভূমিসন্তান অনেকদিন ধরে প্রকৃতি, পরিবেশ, প্রাণী, মানুষদের নিয়ে কাজ করছে। ভূমিসন্তানের কাজ আমাদের উৎসাহিত করে। ভূমিসন্তান এগিয়ে যাক, আরও ভালো কাজ করুক।
সজল ছত্রী বলেন, মহামারী পরিস্থিতিতে সকল কার্যক্রমেই শিথিলতা রয়েছে। মানুষেরই খাদ্য সংকট রয়েছে। চাষনী পীর মাজারে কিছু বানর রয়েছে আমরা জানি। এখানে কিছু হলেও মানুষ আসেন, তাদেরকে খাবার দেন। কিন্তু নগরীতে এমন অনেক জায়গা আছে, যেখানে পথের কুকুর-বেড়ালরা খাবার পাচ্ছে না। ভূমিসন্তান বাংলাদেশ এর এ সকল কাজ দেখে সাধারণ মানুষ উদ্বুদ্ধ হবেন।
আব্দুল করিম কিম বলেন, দেশে পরিবেশ নিয়ে কাজ করার অনেক সংগঠন প্রয়োজন। গ্রামে গ্রামে তরুণদের, যুবকদের, কিশোরদের সংগঠন গড়ে ওঠা প্রয়োজন। প্রত্যেকটি এলাকায় এ রকম সংগঠন গড়ে উঠলে মানুষের মধ্যে ব্যাপক সচেতনতা গড়ে উঠবে।
প্রসঙ্গত, বিশ্ব পরিবেশ দিবস ও ভূমিসন্তান বাংলাদেশ এর অর্ধযুগপূর্তিকে সামনে রেখে গতকাল ৫ জুন থেকে সপ্তাহব্যাপী নানা কর্মসূচি ঘোষণা করেছে সংগঠনটি। প্রথমদিনে সিলেট নগরীর সুরমা নদীতে মাছের পোনা অবমুক্ত করার কার্যক্রম পালন করা হয়।
আরআর-১০