সিলেটে ৬৬ জনের করোনা শনাক্ত

নিজস্ব প্রতিবেদক


জুন ০৬, ২০২০
০৮:১৯ অপরাহ্ন


আপডেট : জুন ০৬, ২০২০
০৮:৩৯ অপরাহ্ন



সিলেটে ৬৬ জনের করোনা শনাক্ত

সিলেট জেলায় আজ শনিবার (৬ জুন) ৬৬ জন করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয়েছেন। সিলেট ওসমানী মেডিকেল কলেজের ল্যাবে নমুনা পরীক্ষার পর ফলাফলে তাদের করোনা পজিটিভ আসে।

ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের উপ-পরিচালক হিমাংশু লাল রায় সিলেট মিররকে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘হাসপাতালের ল্যাবে আজ শনিবার ১৮৪টি নমুনা পরীক্ষা করা হয়। এর মধ্যে ৬৬ জনের করোনা পজিটিভ পাওয়া গেছে। শনাক্ত হওয়া সবাই সিলেট জেলার বাসিন্দা। এর মধ্যে সিলেট সদর ও সিটি করপোরেশন এলাকার নাগরিক বেশি।

জানা গেছে আক্রান্তদের মধ্যে সিলেট সদর উপজেলার ৫৯ জন, ফেঞ্ছুগঞ্জ উপজেলার ৩ জন, বিয়ানীবাজারের ৩ ও গোয়াইনঘাটের ১ জন।

এনসি/এনপি-২১