নিজস্ব প্রতিবেদক
জুন ০৬, ২০২০
০৮:৪১ অপরাহ্ন
আপডেট : জুন ০৬, ২০২০
০৮:৪২ অপরাহ্ন
বজ্রপাতে একদিনে সিলেট বিভাগের চার জেলায় ৯ জনের মৃত্যু হয়েছে। নিহতদের মধ্যে সিলেটের বালাগঞ্জে এক স্কুলছাত্র, হবিগঞ্জ জেলার আজমিরীগঞ্জে ২ কিশোর, শায়েস্তাগঞ্জে একজন বৃদ্ধ, চুনারুঘাটে একজন, মৌলভীবাজার জেলার বড়লেখা উপজেলায় ২ জন, কমলগঞ্জে একজন এবং সুনামগঞ্জ জেলার ধর্মপাশায় এক যুবক রয়েছেন।
শনিবার (৬ জুন) সকাল সাড়ে ১০টার দিকে বজ্রপাতে প্রাণ হারিয়েছে স্কুল ছাত্র ইমন আহমদ (১৪)। সে বালাগঞ্জ ইউনিয়নের চকপীরপুর গ্রামের আনোয়ার মিয়ার ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার (৬ জুন) সকাল সাড়ে ১০টার দিকে ইমনসহ কয়েকজন মাছ ধরতে গেলে বজ্রপাতের আঘাতে সে মাটিতে লুটিয়ে পড়ে। স্থানীয় একটি প্রাইভেট ক্লিনিকে নেওয়ার পর চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ইমন বোয়ালজুড় বাজার উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্র ছিল বলে জানা গেছে।
মৌলভীবাজার জেলার বড়লেখা উপজেলায় শনিবার (৬ জুন) সবজি ক্ষেতের পরিচর্যাকালে সকাল সাড়ে ৭টার দিকে বজ্রপাতে ২ জনের মৃত্যু হয়। নিহতরা হলেন, উপজেলার গল্লাসাংগন (পালইআলা বাড়ি) গ্রামের আব্দুল মতিন কুটু (৬০) এবং বর্ণি ইউনিয়নের কাজিরবন্দ গ্রামের রুবেল আহমদ (২৫)। বেলা দুইটার দিকে কমলগঞ্জ উপজেলার দক্ষিণ গোলেরহাওরে গরু চরাতে গিয়ে বজ্রপাতে মো. আব্দুল লতিফ (১২) নামে এক কিশোরের মৃত্যু হয়েছে। সে দক্ষিণ গোলেরহাওর গ্রামের ওলিউর রহমানের ছেলে ।
হবিগঞ্জের আজমিরীগঞ্জ ও শায়েস্তাগঞ্জ উপজেলায় বজ্রপাতে দুই কিশোরসহ তিন জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন তিনজন।
শনিবার (৬ জুন) সকালে পৃথক এ দুর্ঘটনাগুলো ঘটে।
মৃতরা হলেন- আজমিরীগঞ্জের রনিয়া গ্রামের মালেক মিয়ার ছেলে মারফত আলী (১৬), আবেদ আলীর ছেলে রবিন মিয়া (১৭) এবং শায়েস্তাগঞ্জের চণ্ডিপুর গ্রামের আছকির মিয়া (৫৫)।
আজমিরীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাঈমা খন্দকার বলেন, সকাল ৯টার দিকে স্থানীয় হাওরে কাজ করছিলেন পাঁচজন। এসময় বৃষ্টি শুরু হলে বজ্রপাতে ঘটনাস্থলেই ওই দুই কিশোরের মৃত্যু হয় এবং আহত হন তিনজন। আহতদের হাসপাতালে নিয়ে ভর্তি করা হয়েছে।
শায়েস্তাগঞ্জ ইউএনও সুমী আক্তার জানান, সকালে বজ্রপাতে উপজেলার নূরপুর ইউনিয়নের আকসির মিয়া নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে।
এর আগে গত শুক্রবার হবিগঞ্জের আজমিরীগঞ্জ ও বাহুবল উপজেলায় বজ্রপাতে তিন শিশুর মৃত্যু হয়েছে। আহত হয়েছে এক শিশু। নিহতদের প্রত্যেক পরিবারকে ২০ হাজার টাকা করে সরকারি সহায়তা দেওয়া দিয়েছে স্থানীয় প্রশাসন।
সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলার সেলবরষ ইউনিয়নে মনাই নদীতে বজ্রপাতে মন্জু মিয়া (২২) নামে এক জেলের মৃত্যু হয়েছে। শনিবার (৬ জুন) সকালে এ ঘটনা ঘটে। মন্জু মিয়া ওই ইউনিয়নের সলফ গ্রামের বাসিন্দা ফুল মিয়ার ছেলে।
স্থানীরা জানান, সকালে মাছ ধরার জন্য জাল নিয়ে মনাই নদীতে যান মঞ্জ। এর কিছুক্ষণ পরই বৃষ্টি শুরু হলে বজ্রপাতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। খবর পেয়ে তার মরদেহ উদ্ধার করে বাড়িতে নিয়ে আসা হয়েছে।
সুনামগঞ্জ পুলিশের বিশেষ শাখার ইনচার্জ আনোয়ার হোসেন মৃধা ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
জেএসএস-০২/এনপি-২২