সিলেটে মৃত্যু বেড়ে ৩৪, আক্রান্ত ১৪৭৭

নিজস্ব প্রতিবেদক


জুন ০৭, ২০২০
১১:০১ পূর্বাহ্ন


আপডেট : জুন ০৭, ২০২০
১১:০১ পূর্বাহ্ন



সিলেটে মৃত্যু বেড়ে ৩৪, আক্রান্ত ১৪৭৭

সিলেট বিভাগে প্রতিদিনই পাল্লা দিয়ে বাড়ছে বাড়ছে করোনা আক্রান্ত রোগীর সংখ্যা। গতকাল শনিবার সিলেট জেলার নতুন ৬৪ জনসহ বিভাগে মোট আক্রান্ত ১৪৭৭। এর মধ্যে ৩৪ জন করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন। হাসপাতালে চিকিৎসাধীন আছেন ৩৫৮ জন। আর ইতিমধ্যে করোনা জয় করে সুস্থ হয়েছেন ৩৭৫ জন।

স্বাস্থ্য অধিদপ্তর সূত্রে জানা গেছে, সিলেট বিভাগে আজ রবিবার (৭ জুন) সকাল পর্যন্ত ১৪৭৭ জন করোনা আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে। এর মধ্যে সিলেটে ৮৪৭ জন, সুনামগঞ্জে ২৭০ জন, হবিগঞ্জে ২০৮ জন ও মৌলভীবাজারে ১৫২জন। 

সিলেট বিভাগে বর্তমানে করোনা আক্রান্তদের মধ্যে ৩৫৮ জন বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। এর মধ্যে ১১৫ জন সিলেটের বিভিন্ন হাসপাতালে, সুনামগঞ্জের বিভিন্ন হাসপাতালে ১৩৮ জন, হবিগঞ্জের হাসপাতালে ৯৮ জন ও মৌলভীবাজারে ৭ জন। 

সিলেট বিভাগে আজ রবিবার সকাল পর্যন্ত ৩৭৫ জন করোনা আক্রান্ত রোগী সুস্থ হয়েছেন। এর মধ্যে সিলেটে ১০৯ জন, সুনামগঞ্জে ৮০ জন, হবিগঞ্জে ১২৪ জন ও মৌলভীবাজারে ৬২জন। 

জানা গেছে, এখন পর্যন্ত সিলেট বিভাগে ৩৪ জন করোনা আক্রান্ত রোগী মারা গেছেন। এর মধ্যে সিলেট জেলায় ২৫ জন, হবিগঞ্জে দুইজন মৌলভীবাজারে চার জন ও সুনামগঞ্জে তিনজন।

এবিষয়ে স্বাস্থ্য অধিদপ্তর সিলেট বিভাগীয় কার্যালয়ের সহকারী পরিচালক আনিসুর রহমান সিলেট মিররকে বলেন, ' গত ২৪ ঘন্টায় সিলেট বিভাগে আরও ৬৪ জনের করোনা শনাক্ত হয়েছে। আক্রান্তরা সবাই সিলেট জেলার বাসিন্দা। আর করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন তিনজন। এদের মধ্যে দুইজন সিলেটের এবং একজন সুনামগঞ্জের। '

এনএইচ/বিএ-০৫