গোয়াইনঘাট প্রতিনিধি
জুন ০৭, ২০২০
০৩:০১ অপরাহ্ন
আপডেট : জুন ০৭, ২০২০
০৩:০১ অপরাহ্ন
সিলেটের গোয়াইনঘাট উপজেলার সহকারী কমিশনার (ভূমি) এ. কে. এম নূর হোসেন নির্ঝর করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন।
বিষয়টি নিশ্চিত করেছেন গোয়াইনঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. নাজমুস সাকিব।
গতকাল শনিবার (৬ জুন) রাতে তার রিপোর্টে করোনা পজিটিভ আসে। এ নিয়ে গোয়াইনঘাট উপজেলায় আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২০।
এর আগে করোনার লক্ষণ থাকায় ৩১ মে সহকারি কমিশনার (ভূমি) এ কে এম নুর হোসেন নির্ঝর’র নমুনা সংগ্রহ করে গোয়াইনঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. নাজমুস সাকিব বলেন, শনিবার গোয়াইনঘাটের এসিল্যান্ডের করোনা পজেটিভ রিপোর্ট আসে। আক্রান্ত এসিল্যান্ড নিজ বাসায় কোয়ারেন্টিনে আছেন।
এমএম/বিএ-০৭