শারীরিক অবস্থার অবনতি, ঢাকার পথে কামরান

সিলেট মিরর ডেস্ক


জুন ০৭, ২০২০
০৪:২১ অপরাহ্ন


আপডেট : জুন ০৭, ২০২০
০৪:৪৮ অপরাহ্ন



শারীরিক অবস্থার অবনতি, ঢাকার পথে কামরান

করোনায় আক্রান্ত সিলেট সিটি করপোরেশনের সাবেক মেয়র ও আওয়ামী লীগের কেন্দ্রীয় নির্বাহী সদস্য বদরউদ্দিন আহমদ কামরানের শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাকে ঢাকায় নেওয়া হচ্ছে। এখন সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমান বন্দরে এয়ার অ্যাম্বুলেন্সের অপেক্ষায় আছেন। 

জানা গেছে, কামরানের সঙ্গে আছেন তাঁর বড় ছেলে আরমান আহমদ শিপলু, ছোট ভাই এনাম আহমদ এবং সিলেট শামসুদ্দিন হাসপাতালের একজন চিকিৎসক।  

কামরানের বড় ছেলে, আরমান আহমদ শিপলু দেশবাসীর কাছে তাঁর বাবার জন্য দোয়া চেয়েছেন সে সঙ্গে প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন। 

এর আগে বদর উদ্দিন আহমদ কামরানের ঘনিষ্টজন সিলেট সিটি কর্পোরেশনের উপ সহকারী প্রকৌশলী আবুল ফজল খোকন সিলেট মিররকে বলেন, সাবেক মেয়র কামরানের শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাকে এয়ার অ্যাম্বুলেন্সে করে ঢাকার সিএমএইচ হাসপাতালে নেওয়া হচ্ছে। 

তিনি আরও জানান, প্রধানমন্ত্রীর কার্যালয় থেকেই এয়ার অ্যাম্বুলেন্সের ব্যবস্থা করা হয়েছে। আজকেই তাকে সিলেট থেকে ঢাকায় নেওয়া হবে।

এয়ার অ্যাম্বুলেন্স এখনও আসেনি। কিছুক্ষণের মধ্যে ঢাকা থেকে ছাড়বে বলে এভিয়েশনের একটি সূত্র জানিয়েছে।

এরআগে গত ২৭ মে বদরউদ্দিন আহমদ কামরানের স্ত্রী আসমা কামরানেরও করোনাভাইরাস ধরা পড়ে। তিনি বাসায় আইসোলেশনে থেকে চিকিৎসা নিচ্ছেন।