জকিগঞ্জ প্রতিনিধি
জুন ০৭, ২০২০
০৫:৫০ অপরাহ্ন
আপডেট : জুন ০৭, ২০২০
০৫:৫০ অপরাহ্ন
সিলেটের জকিগঞ্জে ৫ম শ্রেণিতে পড়ুয়া এক ছাত্রীর শ্লীলতাহানির চেষ্টার অভিযোগে সুজিত বিশ্বাস নামের এক ব্যক্তিকে কারাগারে পাঠিয়েছে পুলিশ। সুজিত তিরাশী গ্রামের মৃত সেতেন্দ্র বিশ্বাসের ছেলে। আজ রবিবার (৭ জুন) তাকে কারাগারে পাঠানো হয়।
এর আগে গতকাল শনিবার (৬ জুন) রাতে জকিগঞ্জ থানার উপ-পরিদর্শক মোহন রায়ের নেতৃত্বে একদল পুলিশ অভিযান চালিয়ে সুজিতকে আটক করে। পরে আজ রবিবার জকিগঞ্জ থানায় মামলা রেকর্ড করে আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়। তার বিরুদ্ধে ৫ম শ্রেণিতে পড়ুয়া এক ছাত্রীর শ্লীলতাহানির চেষ্টার অভিযোগ ছিল।
মামলার এজাহার সূত্রে জানা গেছে, গত ৩১ মে ওই ছাত্রী পুকুরঘাটে গোসল করতে গেলে তাকে জাপটে ধরে শ্লীলতাহানির চেষ্টা করেন সুজিত বিশ্বাস। মেয়েটির চিৎকারে স্থানীয় লোকজন এগিয়ে এলে সুজিত পালিয়ে যান। পরে ওই ছাত্রীকে চিকিৎসার জন্য সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
এ ঘটনায় গত ৪ জুন মেয়ের বাবা বাদী হয়ে সুজিত বিশ্বাসের বিরুদ্ধে থানায় অভিযোগ করেন। পরে তদন্তকারী কর্মকর্তা উপ-পরিদর্শক মোহন রায় অভিযান চালিয়ে অভিযুক্ত সুজিতকে আটক করেন।
ওএফ/আরআর-০৫