সিলেট মিরর ডেস্ক
জুন ০৭, ২০২০
০৬:০০ অপরাহ্ন
আপডেট : জুন ০৭, ২০২০
০৬:০০ অপরাহ্ন
সিলেট সিটি করপোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরীর সহধর্মিনী সামা হক চৌধুরীর সুস্থতা কামনায় সিলেট জেলা বিএনপির উদ্যোগে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিতি হয়েছে। আজ রবিবার (৭ জুন) বাদ জোহর হজরত শাহজালাল (রহ.) এর মাজার মসজিদ প্রাঙ্গণে এই দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।
দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন, জেলা বিএনপির সিনিয়র সদস্য অ্যাডভোকেট আশিক উদ্দিন, আলহাজ মকন মিয়া চেয়ারম্যান ,আব্দুল মান্নান, আহমেদুর রহমান চৌধুরী মিলু মিয়া, অ্যাডভোকেট এমরান আহমদ চৌধুরী, নাজিম উদ্দিন লস্কর, ইশতিয়াক আহমদ সিদ্দিকী, মাহবুবুল হক চৌধুরী, যুবদলের সাবেক কেন্দ্রীয় নেতা সাদিকুর রহমান সাদিক, জেলা কৃষক দলের আহ্বায়ক শহীদ আহমদ চেয়ারম্যান, সদস্য সচিব তাজুল ইসলাম, মহানগর বিএনপির সদস্য শফিকুর রহমান টুটুল, আব্দুস সামাদ তোহেল, জেলা বিএনপি নেতা কোহিনুর আহমদ, আব্দুল মজিদ, স্বেচ্ছাসেবক দল জেলা শাখার যুগ্ম আহ্বায়ক খালেদুর রশীদ ঝলক, আবুল খায়ের, আব্দুল কাদির, মাহবুব আলম, মহানগর ছাত্রদলের সহ সভাপতি সোহেল রানা, সাবেক ছাত্রনেতা দিলদার হোসেন শামীম, আব্দুল মজিদ, চৌধুরী সোবহান আজাদ, অমৃত হাসান এমিল প্রমুখ।
এনপি-০৬