সিলেট মিরর ডেস্ক
জুন ০৭, ২০২০
০৭:২০ অপরাহ্ন
আপডেট : জুন ০৭, ২০২০
০৭:২০ অপরাহ্ন
বিশ্ব পরিবেশ দিবস-২০২০ ও পরিবেশ বিষয়ক সংগঠন ভূমিসন্তান বাংলাদেশ'র প্রতিষ্ঠার অর্ধযুগ পূর্তি উপলক্ষে ৭ দিনব্যাপী কর্মসূচির তৃতীয় দিনে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়েছে।
আজ রবিবার (৭ জুন) সকালে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রথম ছাত্রী হল এলাকায় বৃক্ষরোপণ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন প্রথম ছাত্রী হলের প্রভোস্ট ও শাবিপ্রবি'র পলিটিক্যাল স্টাডিজ বিভাগের অধ্যাপক জায়েদা শারমিন (স্বাতী)।
বৃক্ষরোপণ কর্মসূচিতে আমলকি, জাম, বরই, তেজপাতা, কৃষ্ণচূড়া ও নিম গাছ রোপণ করা হয়েছে বলে জানিয়েছেন ভূমিসন্তান বাংলাদেশ'র সমন্বয়ক আশরাফুল কবীর।
তিনি বলেন, দেশে প্রতিনিয়ত কমছে বনভূমি, এতে বিঘ্নিত হচ্ছে পরিবেশের ভারসাম্য। পরিবেশ রক্ষায় বৃক্ষরোপণের বিকল্প নেই। আর তাই বিশ্ব পরিবেশ দিবস উদযাপনে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়েছে।
ভূমিসন্তান বাংলাদেশ'র অর্ধযুগ পূর্তিতে শুভেচ্ছা জানিয়ে অধ্যাপক জায়েদা শারমিন বলেন, প্রকৃতি না বাঁচলে মানুষও বাঁচবে না। তাই প্রকৃতির অনুষঙ্গ গাছ, নদী এসব নিয়ে ভূমিসন্তান কাজ করছে এবং শাবিপ্রবি সবসময় তাদের পাশে আছে।
বিশ্ব পরিবেশ দিবস ও ভূমিসন্তান বাংলাদেশ'র অর্ধযুগ পূর্তিকে সামনে রেখে গত ৫ জুন থেকে সপ্তাহব্যাপী নানা কর্মসূচি ঘোষণা করেছে সংগঠনটি। প্রথমদিনে সিলেট নগরীর সুরমা নদীতে মাছের পোনা অবমুক্ত কার্যক্রম পালন করা হয় এবং দ্বিতীয় দিনে সিলেটের চাষনি পীর মাজার এলাকায় বানরদের খাবার প্রদানের মাধ্যমে করা হয় প্রাণীসেবা।
আরআর-০৮