বিয়ানীবাজারে ড্রামের ভেতরে শিশুর লাশ, আটক ২

বিয়ানীবাজার প্রতিনিধি


জুন ০৭, ২০২০
০৭:৪২ অপরাহ্ন


আপডেট : জুন ০৭, ২০২০
০৭:৪২ অপরাহ্ন



বিয়ানীবাজারে ড্রামের ভেতরে শিশুর লাশ, আটক ২

সিলেটের বিয়ানীবাজারে আপন চাচীর ঘরের চালের ড্রামের ভেতর থেকে ৩ বছর বয়সী এক শিশুর লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ রবিবার (৭ জুন) সন্ধ্যায় উপজেলার কুড়ারবাজার ইউনিয়নের উত্তর আকাখাজানা গ্রামে এ ঘটনা ঘটেছে।

এ সময় ঘটনাস্থল থেকে দুইজনকে আটক করেছে পুলিশ। আটককৃতরা হলেন- সুমা বেগম (৪২) ও নাহিদ আহমদ (২৩)। 

জানা যায়, ওই শিশু উত্তর আকাখাজানা গ্রামের খছরু মিয়ার ছেলে। সে রবিবার সকাল ৬টা থেকে নিখোঁজ ছিল। পরে বিকেলে খছরু মিয়ার ছোটভাই রুনু মিয়ার স্ত্রী সুমা বেগমের ঘরের চালের ড্রামের ভেতরে শিশুটিকে মৃত অবস্থায় পাওয়া যায়।

খবর পেয়ে বিয়ানীবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অবনী শংকর করসহ একদল পুলিশ ঘটনাস্থলে গিয়ে শিশুর লাশ উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন করে থানায় নিয়ে যান। এ সময় ঘটনাস্থল থেকে দুইজনকে আটক করে পুলিশ। 

বিয়ানীবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অবনী শংকর কর জানান, পুলিশ শিশুটির লাশ উদ্ধার করেছে। ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে ২ জনকে আটক করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা ঘটনার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছে।

 

এসএ/আরআর-১০