শহিদ আহমদ চৌধুরী, ফেঞ্চুগঞ্জ
জুন ০৭, ২০২০
০৮:১৭ অপরাহ্ন
আপডেট : জুন ০৭, ২০২০
০৮:১৭ অপরাহ্ন
গত কয়েকদিনের টানা বৃষ্টি ও উজানের ঢলে পানি বাড়তে শুরু করেছে কুশিয়ারা নদীতে। সিলেটের ফেঞ্চুগঞ্জে কুশিয়ারা নদীর পানি বিপদসীমার ২৭ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। প্লাবিত হচ্ছে মাঠ-ঘাটসহ নিম্নাঞ্চল। মাঠে রয়েছে আউশ ধান। তবে স্থানীয় কৃষি অফিস থেকে জানা গেছে, এখনও ফসলের কোনো ক্ষয়ক্ষতি হয়নি।
অতিবৃষ্টি ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে পানি বাড়তে শুরু করেছে কুশিয়ারায়। ফেঞ্চুগঞ্জ পয়েন্টের গেজ পাঠক গিয়াস উদ্দিন মোল্লা জানান, গত শুক্রবার (৫ জুন) রাত থেকে কুশিয়ারার ফেঞ্চুগঞ্জ পয়েন্টে পানি বাড়ছে। আজ রবিবার (৭ জুন) বেলা ৩টায় রেকর্ড করা হয়েছে কুশিয়ারা নদীর পানি বিপদসীমার ২৭ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। উজানে বৃষ্টি অব্যাহত থাকলে পানি আরও বাড়বে।
এদিকে ফেঞ্চুগঞ্জ উপজেলার নিম্নাঞ্চলগুলোতে পানি উঠতে শুরু করেছে। সাম্প্রতিক সময়ে কৃষকরা বোরো ধান কাটা শেষ করে নতুন করে রোপণ করেছেন আউশ ধান ও গ্রীষ্মকালীন সবজি। বর্তমান করোনার এই মহামারীকালে আউশ ধান নিয়ে শঙ্কায় আছেন কৃষকরা।
এ ব্যাপারে ফেঞ্চুগঞ্জ উপজেলার কৃষি কর্মকর্তা কৃষিবিদ আকলিমা বেগম জানান, উপজেলার বিভিন্ন এলাকায় ৪ হাজার ৩০ হেক্টর জমিতে আউশ ধান রোপণ করেছেন কৃষকরা। প্রণোদনা হিসেবে ১ হাজার ২শ ৮০ জন কৃষককে বীজ ও সার সহায়তা দেওয়া হয়েছে। এছাড়া ১৫০ জন কৃষককে শুধুমাত্র ৫ কেজি করে বীজ সহায়তা প্রদান করা হয়েছে। আর এখন পর্যন্ত ফসলের ক্ষয়ক্ষতির কোনো আশঙ্কা নেই।
এসএ/আরআর-১২