নিজস্ব প্রতিবেদক
জুন ০৭, ২০২০
০৮:৩৬ অপরাহ্ন
আপডেট : জুন ০৭, ২০২০
০৮:৩৬ অপরাহ্ন
সিলেট নগরের মদীনা মার্কেট এলাকা থেকে এক প্রবাসীর আড়াই লাখ টাকা ছিনতাই হয়েছে। আজ রবিবার (৭ জুন) দুপুর ১২টায় রুপালী ব্যাংকের সামনে এ ঘটনা ঘটে। ছিনতাইয়ের শিকার হওয়া ব্যক্তি মদীনা মার্কেট এলাকার বাসিন্দা ব্যবসায়ীর নাম আবদুল হক।
ঘটনার শিকার আবদুল হক জানান, একজন প্রবাসী রূপালী ব্যাংকের মদিনা মার্কেট শাখায় তাঁর হিসাব নম্বরে তিন লাখ টাকা পাঠান। রবিবার দুপুর ১২টার দিকে ওই টাকা উত্তোলন করেন তিনি। এ সময় তাঁর সঙ্গে এক কিশোর আত্মীয় ছিল। ৫০ হাজার টাকার একটি বান্ডিল ওই কিশোরের পকেটে দেন। বাকি আড়াই লাখ টাকা নিজ পকেটে রেখে ব্যাংক থেকে বের হন তিনি। এ সময় তিন যুবক এসে তাকে ঘিরে ধরে। সিএনজিচালিত অটোরিকশায় তুলে নিয়ে পার্শ্ববর্তী তারাপুর চা-বাগানের নির্জন একটি রাস্তায় নিয়ে যায়। সেখানে গলায় ধারালো অস্ত্র ধরে আড়াই লাখ টাকা নিয়ে অটোরিকশা থেকে তাঁকে নামিয়ে দেয়। সবার মুখে মাস্ক থাকায় কাউকে চিনতে পারেননি বলে জানান আবদুল হক।
ঘটনার প্রায় আধঘণ্টা পর আবদুল হক রূপালী ব্যাংকের মদিনামার্কেট শাখার কাছে ফিরে আসেন। তখন আশপাশের লোকজনের ছিনতাইয়ের কথা জানান। তবে পারিপার্শ্বিক কিছু ঘটনার কারণে কেউ কেউ ঘটনাটিকে রহস্যজনক মনে করছে বলে জানিয়েছে পুলিশ।
এ বিষয়ে সিলেট মহানগর পুলিশের কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেলিম মিঞা সিলেট মিররকে বলেন, ‘এটা ছিনতাই কি না তা এখনই বলা যাচ্ছে না। প্রত্যক্ষদর্শী ও আবদুল হককে জিজ্ঞাসাবাদ করে এটা সাজানো ঘটনা বলেই আমাদের ধারণা হচ্ছে। ছিনতাইকারীরা শুধু আব্দুল হককে আক্রমণ করেছে। তার সঙ্গে থাকা কিশোরের কিছুই হয়নি। তাছাড়া ছিনতাই হওয়া টাকা অন্য আরেকজন প্রবাসীর।’
তিনি আরও বলেন, ‘আমরা ঘটনাটা সাজানো ধরেই তদন্ত করছি। তবে আসল তথ্য আজ রাতেই আমরা জানতে পারব বলে আশা করি।’
আরসি/এনপি-১৬