হাকালুকি হাওরে বজ্রপাতে নিহত ১, নিখোঁজ ১

গোলাপগঞ্জ প্রতিনিধি


জুন ০৭, ২০২০
০৮:৪৯ অপরাহ্ন


আপডেট : জুন ০৭, ২০২০
০৮:৪৯ অপরাহ্ন



হাকালুকি হাওরে বজ্রপাতে নিহত ১, নিখোঁজ ১

সিলেটের গোলাপগঞ্জে উপজেলার শরিফগঞ্জ ইউনিয়নের কালিকৃষ্ণপুরে বজ্রপাতে একজন নিহত এবং অপর একজন নিখোঁজ হয়েছেন। নিহত বাবুল মিয়া (৩০) গ্রামের মৃত মুন্সি মিয়ার ছেলে। আজ রবিবার (৭ জুন) সকালে হাকালুকি হাওরে মাছ ধরতে গেলে তারা বজ্রপাতের শিকার হোন। নিখোঁজ আবুল কালাম (৪০)  ইসলামপুর গ্রামের রবি উল্লাহর ছেলে। তাকে খোঁজতে হাওরে তল্লাশি চলছে। 

স্থানীয় সূত্রে জানা যায়, রবিবার ভোরে হাকালুকি হাওরে চিমটি জাল দিয়ে মাছ ধরতে যান তারা। সকালে হাওরে প্রচন্ড বৃষ্টি ও বজ্রপাত হয়। দুপুর পর্যন্ত তারা ফিরে না আসায় পরিবারের লোকজন তাদের  খোঁজতে বের হন।  খোঁজ করতে গিয়ে  হাকালুকি হাওরের লম্বা বিলে বাবুলের ঝলসানো লাশ পাওয়া যায়। পাশে ক্ষতিগ্রস্থ নৌকাটি পাওয়া গেলেও আবুল কালামকে পাওয়া যায়নি। এলাকাবাসী আবুল কালামের সন্ধানে হাওরে তল্লাশি চালিয়ে যাচ্ছেন। 

এ বিষয়ে জানতে চাইলে, শরিফগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবদুল মুমিত হিরা বলেন, ‘আমি ঘটনাটি সম্পর্কে অবগত আছি। এজনকে এখনও খুঁজে পাওয়া যায়নি।’ 

গোলাপগঞ্জ থানার কুশিয়ারা ফাঁড়ির ইনচার্জ মুরাদ উল্লাহ বাহার ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

এফএম/এনপি-১৮