সিলেট মিরর ডেস্ক
জুন ০৭, ২০২০
০৯:০৫ অপরাহ্ন
আপডেট : জুন ০৭, ২০২০
০৯:১০ অপরাহ্ন
সাবেক ছাত্র নেতা ও ফ্রান্স বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ রেজাউল করিম রেজার পিতার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন সিলেট জেলা বিএনপির আহ্বায়ক কামরুল হুদা জায়গীরদার।
এক শোক বার্তায় তিনি শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।
শোক বার্তায় কামরুল হুদা জায়গীরদার বলেন, দক্ষিণ সুরমার মোগলাবাজার ইউনিয়নের ধোপাকান্দি গ্রামের বাসিন্দা ফ্রান্স বিএনপি নেতা মোহাম্মদ রেজাউল করিম রেজার পিতা হাজী আব্দুর রহিম কটন মিয়ার মৃত্যুতে আমরা গভীরভাবে শোকাহত। পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি।
শোক বার্তায় মরহুমকে জান্নাতুল ফেরদৌস দান করেন সেজন্য মহান আল্লাহর কাছে প্রার্থনা কামনা করেছেন তিনি।
আরসি-০৭