নিজস্ব প্রতিবেদক
জুন ০৭, ২০২০
১০:৪৭ অপরাহ্ন
আপডেট : জুন ০৮, ২০২০
১০:৩৮ পূর্বাহ্ন
সিলেটে দ্রুত বেড়ে চলছে নতুন নভেল করোনাভাইরাসের সংক্রমণ। প্রতিদিনই আক্রান্তের সংখ্যা। রবিবার (৭ জুন) সিলেট জেলায় ৩৬ জন করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয়েছেন। এদিন সুনামগঞ্জেও শনাক্ত হয়েছেন আরও ৩৪ জন করোনা আক্রান্ত রোগী।
সিলেট ওসমানী মেডিকেল কলেজের ল্যাবে নমুনা পরীক্ষার পর ফলাফলে সিলেট জেলার ৩৬ জন রোগী শনাক্ত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের উপ-পরিচালক হিমাংশু লাল রায়।
তিনি সিলেট মিররকে বলেন, ‘হাসপাতালের ল্যাবে আজ রবিবার ১৮৭টি নমুনা পরীক্ষা করা হয়। এর মধ্যে ৩৬ জনের করোনা পজিটিভ পাওয়া গেছে। শনাক্ত হওয়া সবাই সিলেট জেলার বাসিন্দা। এর মধ্যে সিলেট সদর, সিটি করপোরেশন, জকিগঞ্জ ও বিয়ানীবাজার উপজেলার অধিবাসী রয়েছেন।
তিনি জানান, শনাক্তদের মধ্যে দুইজন চিকিৎসক ও সিভিল সার্জন কার্যালয়ের একজন রয়েছেন।
জানা গেছে আক্রান্তদের মধ্যে সিলেট সদর উপজেলার ২০ জন, জকিগঞ্জের ১১ জন, বিয়ানীবাজারের চারজন এবং ওসমানীনগরের একজন রয়েছেন।
এদিকে রবিবার (৭ জুন) শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবি) পিসিআর ল্যাবে নমুনা পরীক্ষায় সুনামগঞ্জের ৩৪ জনের করোনা শনাক্ত হয়।
বিশ্ববিদ্যালয়ের জেনেটিক্স ইঞ্জিনিয়ারিং অ্যান্ড বায়োটেকনোলজি বিভাগের সহকারী অধ্যাপক জিয়াউল ফারুক জয় বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘আজ বিশ্ববিদ্যালয়ের ল্যাবে ১৮৮টি নমুনা পরীক্ষা করা হয়েছে। এর মধ্যে ৩৪ জনের করোনা শনাক্ত হয়েছে। তারা সুনামগঞ্জ জেলার বাসিন্দা।’
বিএ-০৪