মিনি টুর্নামেন্টে শেষ হচ্ছে চ্যাম্পিয়ন্স লিগ!

খেলা ডেস্ক


জুন ০৮, ২০২০
০৬:১৩ অপরাহ্ন


আপডেট : জুন ০৮, ২০২০
০৬:১৩ অপরাহ্ন



মিনি টুর্নামেন্টে শেষ হচ্ছে চ্যাম্পিয়ন্স লিগ!

ইস্তানবুল থেকে পর্তুগালের লিসবনে স্থানান্তরিত হতে পারে উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের ফাইনাল। শুধু ফাইনাল নয়, সেখানেই কোয়ার্টার ফাইনাল থেকে বাকি ম্যাচগুলি লিসবনে একটি মিনি টুর্নামেন্টের আকারে আয়োজন করতে চাইছে উয়েফা।
করোনা ভাইরাসের জেরে গত মার্চে মাঝপথেই থমকে গিয়েছিল চ্যাম্পিয়ন্স লিগ। তিন মাসের বেশি সময় ধরে বন্ধ থাকা টুর্নামেন্ট পুনরায় শুরু করতে মরিয়া উয়েফা কর্তারা। তবে ইউরোপের বন্ধ থাকা সকল ঘরোয়া লিগ শেষ হওয়ার পরই চ্যাম্পিয়ন্স লিগ শুরু করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সেই মতো প্রাথমিকভাবে ঠিক হয়েছে, আগস্ট মাসে চ্যাম্পিয়ন্স লিগের বাকি ম্যাচগুলি অনুষ্ঠিত হবে। ফাইনাল হবে ২৯ আগস্ট। তবে ইস্তানবুলে ফাইনাল হওয়ার কথা থাকলেও লকডাউন চলার ফলে আপাতত তুরস্কে বিমান পরিষেবা বন্ধ। ফলে চ্যাম্পিয়ন্স লিগের ফাইনাল ইস্তানবুল থেকে সরিয়ে অন্য কোথাও নিয়ে যাওয়ার কথা আগেই জানিয়েছিল উয়েফা। চ্যাম্পিয়ন্স লিগ ফাইনাল সহ বাকি ম্যাচ আয়োজনের জন্য প্রাথমিকভাবে জার্মানির ফ্র্যাঙ্কফুর্ট, পর্তুগালের লিসবন ও রাশিয়ার মস্কোর নাম শোনা গিয়েছিল। তবে রাশিয়ায় করোনা আক্রান্তের সংখ্যা যেভাবে বাড়ছে তাতে সেখানে টুর্নামেন্ট আয়োজনের ঝুঁকি নিতে নারাজ উয়েফা। বাকি দুই শহরের মধ্যে এগিয়ে লিসবনই। তার অন্যতম কারণ হল, চ্যাম্পিয়ন্স লিগ থেকে ইতিমধ্যেই পর্তুগালের সব দলের বিদায় নেওয়া। সেখানে জার্মানির বায়ার্ন মিউনিখ ও লিপজিক এখনও টুর্নামেন্টে টিকে রয়েছে। ফলে ফ্র্যাঙ্কফুর্টে টুর্নামেন্টের বাকি ম্যাচ আয়োজন করা হলে এই দুই দল হোম অ্যাডভান্টেজ পেয়ে যাবে। তাই সব কিছু মাথায় রেখে লিসবনেই চ্যাম্পিয়ন্স লিগের বাকি সব ম্যাচ আয়োজনের সিদ্ধান্ত নিতে চলেছে উয়েফা। আগামী ১৭ জুন উয়েফার কার্যকরী বৈঠকে চ্যাম্পিয়ন্স লিগের পরিবর্তিত সূচি প্রকাশিত হবে।

এএন/০৫