নাটক সাজিয়ে ছিনতাই, গ্রেপ্তার দুই

নিজস্ব প্রতিবেদক


জুন ০৮, ২০২০
০৪:০১ অপরাহ্ন


আপডেট : জুন ০৮, ২০২০
০৪:০১ অপরাহ্ন



নাটক সাজিয়ে ছিনতাই, গ্রেপ্তার দুই

সিলেটে ‘নাটক সাজিয়ে’ ৩ লাখ ৬ হাজার টাকা ছিনতাইয়ের ঘটনায় দুই ছিনতাইকারীকে গ্রেপ্তার করেছে কোতোয়ালী থানা পুলিশ।

গ্রেপ্তারকৃতরা হলো, সুনামগঞ্জের ছাতকের ছৈলা আফজলাবাদের গোবিন্দগঞ্জ নতুন বাংলাবাজার গ্রামের মো. রমজান আলীর ছেলে মো. আব্দুল হক (১৯) এবং রাশেদ (২০)। 

গতকাল রবিবার (৭ জুন) রাতে আখালিয়া ঘাট এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয় বলে জানিয়েছে পুলিশ।

পুলিশ জানায়, মো. আব্দুল হক ও তার ছোট ভাই নাজমুল হক (১২) রূপালী ব্যাংক লিমিটেড মদিনা মার্কেট শাখা হতে ৩ লাখ ৬ হাজার টাকা উত্তোলন করে। এ টাকা হতে মো. আব্দুল হক (১৯) তার ছোট ভাই নাজমুল হকের কাছে ৫১ হাজার টাকা দেয় এবং অবশিষ্ট ২ লাখ ৫৫ হাজার টাকা মো. আব্দুল হক নিজের কাছে রাখে।

পরবর্তীতে মো. আব্দুল হক তার ছোট ভাই নাজমুল হকসহ ব্যাংকের নিচে নামার সঙ্গে সঙ্গে আব্দুল হকের পূর্বপরিকল্পনা অনুযায়ী সুনামগঞ্জের ছাতকের নোয়ারাই গ্রামের মৃত শামসুদ্দোহা খানের ছেলে আব্দুল্লাহ আল সাদী (১৯) এবং এসএমপির জালালবাদ থানার নয়াবাজার ব্রাহ্মণশাসন এলাকার মো. মারুফ আহমদের ছেলে কামরান মিয়া (২০) একটি সিএনজি অটোরিকশা নিয়ে ঘটনাস্থলে এসে মো. আব্দুল হককে (১৯) উঠিয়ে নিয়ে যায়।

পরে মো. আব্দুল হকের এর ছোট ভাই নাজমুল হক বাসায় গিয়ে পরিবারের সদস্যদেরকে জানালে পরিবারের লোকজন ঘটনাস্থলে এসে টাকা ছিনতাই হয়েছে বলে কোতোয়ালী থানা পুলিশকে জানান।

এরপর কোতোয়ালী থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন, সিসিটিভি ফুটেজ পর্যালোচনা ও নাজমুল হকসহ স্থানীয় লোকজনদের জিজ্ঞাসাবাদ করে। পুলিশের সন্দেহ হলে মো. আব্দুল হককে থানায় নিয়ে আসে। থানায় এসে আব্দুল হককে জিজ্ঞাসাবাদ করা হলে সে স্বীকার করে যে, মামার উল্লেখিত টাকা প্রতারণা মূলকভাবে আত্মসাতের উদ্দেশ্যে সে তার নিজের হাত ব্লেড দিয়ে কেটে তার সহযোগী আব্দুল্লাহ আল সাদী এবং রাশেদের মাধ্যমে ছিনতাইয়ের ঘটনা সাজায়।

পরে তার স্বীকারোক্তি অনুযায়ী নগরের আখালিয়া ঘাট এলাকায় পুলিশ অভিযান পরিচালনা করে আব্দুল্লাহ আল সাদীর ঘর থেকে ২ লাখ ৫০ হাজার টাকা ও ব্যবহৃত মোবাইল জব্দ করে। পরে মো. আব্দুল হকের ঘর হতে তার ছোট ভাইয়ের দেখানো মতে ৫১ হাজার টাকা উদ্ধার করা হয়।

সিলেট মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ পুলিশ কমিশনার (গণমাধ্যম) মো. জেদান আল মুসা বলেন, ' ছিনতাইয়ের নাটক সাজিয়ে টাকা আত্মসাতের ঘটনায় সুনামগঞ্জের ছাতক থানার মোহাম্মদপুর গ্রামের আকবর আলীর ছেলে রিদানুল ইসলাম আজাদ (২০) বাদী হয়ে কোতোয়ালী মডেল থানায় মামলা দায়ের করেন। পরে কোতোয়ালী মডেল থানা পুলিশ দুই আসামীকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করে'

এনএইচ/বিএ-২২