নিজস্ব প্রতিবেদক
জুন ০৮, ২০২০
০৫:২৯ অপরাহ্ন
আপডেট : জুন ০৮, ২০২০
০৫:৩৩ অপরাহ্ন
জ্বর, সর্দি-কাশি নিয়ে গত ২ জুন করোনা পরীক্ষার জন্য সিলেট শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে নমুনা জমা দিয়েছিলেন সিলেট নগরের বাসিন্দা তানিম (ছদ্মনাম)। কিন্তু গত ৬ দিনেও তার করোনা পরীক্ষার ফল আসেনি।
একই ঘটনা ঘটেছে নয়াসড়ক এলাকার সাকিবের (ছদ্মনাম) সঙ্গে। গত ৩ জুন জ্বর নিয়ে শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে করোনা পরীক্ষার জন্য নমুনা জমা দিয়েছিলেন তিনি। তার পরীক্ষার রিপোর্টও ৫ দিনে আসেনি।
গত এক মাসে তানিম ও সাকিবের মতো সিলেটের অনেকেই পড়েছেন এমন বিড়ম্বনায়। এ বিষয়ে সাকিব সিলেট মিররকে বলেন, আমাকে বলা হয়েছিল ২-১ দিনের মধ্যে করোনা পরীক্ষার ফল দেওয়া হবে। কিন্তু সময়মতো রিপোর্ট পাইনি। রিপোর্ট না পাওয়ায় পরিবারের সবাই চিন্তিত। এমন অবস্থায় শরীরে জ্বর নিয়ে কোনো হাসপাতালেও যেতে পারছি না।’
শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে সংগ্রহ করা নমুনা এবং জেলার বিভিন্ন উপজেলা থেকে আসা সবগুলো নমুনা পরীক্ষা সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের পিসিআর ল্যাবে করা সম্ভব হয় না। তাই কিছু নমুনা ঢাকায় পাঠানো হয়। ঢাকায় পাঠানো নমুনা পরীক্ষার ফলাফল আসতে দেরি হওয়ার কারণেই এমন বিড়ম্বনার সৃষ্টি হচ্ছে।
বিশেষজ্ঞরা বলছেন, নির্দিষ্ট সময়ের মধ্যে রোগীরা করোনা পরীক্ষার ফল না জানলে বিভিন্ন ধরণের ঝুঁকি তৈরি হতে পারে। অনেক সময় দেখা যায়, নমুনা পরীক্ষা করতে দেওয়ার পর সন্দেহভাজন রোগী যথেচ্ছভাবে ঘুরে বেড়াচ্ছেন এবং বিভিন্ন জমায়েতেও উপস্থিত হচ্ছেন। এভাবে নিজেদের অজান্তেই মানুষের মধ্যে করোনাভাইরাস ছড়াচ্ছেন তারা।
সিলেটের সিভিল সার্জন প্রেমানন্দ মন্ডল সিলেট মিররকে বলেন, ‘করোনা পরীক্ষার জন্য ঢাকার আগারগাঁওয়ে ন্যাশনাল ইনস্টিটিউট অব ল্যাবরেটরি মেডিসিনে গত ২ জুন থেকে ৭ জুন পর্যন্ত প্রায় এক হাজার নমুনা পাঠানো হয়েছে। আজ সোমবার (৮ জুন) সন্ধ্যা পর্যন্ত একটি নমুনার ফলাফলও আসেনি।’
এনসি/এনপি-০২