কামরানের অবস্থা স্থিতিশীল

নিজস্ব প্রতিবেদক


জুন ০৮, ২০২০
০৫:৪৮ অপরাহ্ন


আপডেট : জুন ০৮, ২০২০
০৭:১৯ অপরাহ্ন



কামরানের অবস্থা স্থিতিশীল

বদরউদ্দিন আহমদ কামরানকে রবিবার শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতাল থেকে ঢাকায় সম্মিলিত সামরিক হাসপাতালে নেওয়া হয়। (ফাইল ছবি)

করোনাভাইরাসে আক্রান্ত সিলেট সিটি করপোরেশনের সাবেক মেয়র বদরউদ্দিন আহমদ কামরানের শারীরিক অবস্থা স্থিতিশীল আছে। আজ সোমবার (৮ জুন) বিকেলে সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) তাকে প্লাজমা থেরাপি দেওয়া হয়েছে।

বদরউদ্দিন আহমদ কামরানের ব্যাক্তিগত সহকারী বদরুল ইসলাম সিলেট মিররকে বলেন, ‘স্যার এখন সিএমএইচের কেবিনে চিকিৎসা নিচ্ছেন। স্যারের শারীরিক অবস্থা স্থিতিশীল। সোমবার বিকেলে এক ব্যাগ প্লাজমা দেওয়া হয়েছে, আরও দুই ব্যাগ দেওয়া হবে।’ তিনি বলেন, ‘ফেসবুকে স্যারের মৃত্যুর খবর গুজব ছড়ানো হয়েছে। যা ঠিক নয়।’ 

প্রসঙ্গত, গত শুক্রবার বদরউদ্দিন আহমদ কামরানের করোনাভাইরাস ধরা পড়ে। পরদিন বমি আর জ্বর নিয়ে হাসপাতালে ভর্তি হন তিনি। অবস্থার অবনতি হওয়ায় গতকাল রবিবার সন্ধ্যায় বিমান বাহিনীর এয়ার অ্যাম্বুলেন্সে তাকে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে নিয়ে ভর্তি করা হয়।

এর আগে গত ২৭ মে সিলেট সিটি করপোরেশনের প্রথম মেয়র কামরানের স্ত্রী আসমানও করোনাভাইরাসে আক্রান্ত হন। 

এনসি/এনপি-০৪