হাকালুকি হাওরে নিখোঁজ জেলের লাশ উদ্ধার

গোলাপগঞ্জ প্রতিনিধি


জুন ০৮, ২০২০
০৯:২৫ অপরাহ্ন


আপডেট : জুন ০৮, ২০২০
০৯:২৫ অপরাহ্ন



হাকালুকি হাওরে নিখোঁজ জেলের লাশ উদ্ধার

সিলেটের গোলাপগঞ্জে উপজেলার শরিফগঞ্জ ইউনিয়নের কালিকৃষ্ণপুরে হাকালুকি হাওরে নিখোঁজ জেলে আবুল কালামের (৪০) লাশ উদ্ধার করা হয়েছে। 

আজ সোমবার (৮ জুন) দুপুরে হাওরে ভাসমান অবস্থায় তার লাশ উদ্ধার করা হয়।

স্থানীয় সূত্রে জানা যায়, গতকাল রবিবার (৭ জুন) ভোরে বাবুল মিয়া ও আবুল কালাম হাকালুকি হাওরে চিমটি জাল দিয়ে মাছ ধরতে যান। সকালে হাওরে প্রচণ্ড বৃষ্টি ও বজ্রপাত হয়। দুপুর পর্যন্ত তারা ফিরে না আসায় পরিবারের লোকজন তাদের খুঁজতে বের হন। খোঁজ করতে গিয়ে হাকালুকি হাওরের লম্বা বিল থেকে বাবুলের ঝলসানো লাশ পাওয়া যায়। পাশে ক্ষতিগ্রস্ত নৌকাটি পাওয়া গেলেও আবুল কালামকে পাওয়া যায়নি। এলাকাবাসী আবুল কালামের সন্ধানে হাওরে তল্লাশি চালিয়ে আজ সোমবার দুপুরে তার লাশ উদ্ধার করেন।

গোলাপগঞ্জ থানার কুশিয়ারা ফাঁড়ির ইনচার্জ মুরাদউল্লাহ বাহার লাশ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন।

 

এফএম/আরআর-০২