শামসুদ্দিনে করোনা আক্রান্ত একজনের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক


জুন ০৯, ২০২০
০৯:২৬ পূর্বাহ্ন


আপডেট : জুন ০৯, ২০২০
১১:১৬ পূর্বাহ্ন



শামসুদ্দিনে করোনা আক্রান্ত একজনের মৃত্যু

সিলেট শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে করোনা আক্রান্ত হয়ে একজনের মৃত্যু হয়েছে। মৃতের নাম আব্দুর রহিম জামাল (৫৬)। তিনি নগরের চৌকিদেখি এলাকার বাসিন্দা। 

বিষয়টি নিশ্চিত করেছেন সিলেট শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) সুশান্ত কুমার মহাপাত্র। 

তিনি জানান, আজ সন্ধ্যা সাড়ে সাতটায় হাসপাতালে করোনা আক্রান্ত একজনের মৃত্যু হয়েছে। তিনি গত ২ জুন হাসপাতালে ভর্তি হয়েছিলেন। 

সিলেট সিটি করপোরেশনের ৬ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ফরহাদ চৌধুরী শামীম বলেন, `আব্দুর রহিম জামাল আজ সন্ধ্যায় শামসুদ্দিনে মারা গেছেন। তিনি করোনা পজেটিভ ছিলেন। উনার রিপোর্ট জানতে ৫ দিনের বেশি সময় লেগেছে।‘

তিনি আরও বলেন, 'আগামীকাল ফজরের নামাজের পর স্বাস্থ্যবিধি মেনে মৃতের জানাযা ও দাফন সম্পন্ন করা হবে।'

এনএইচ/এনপি-২২