কানাইঘাটে চিকিৎসক, পুলিশসহ আক্রান্ত আরও ৩৪

কানাইঘাট প্রতিনিধি


জুন ০৮, ২০২০
০৯:৩৮ অপরাহ্ন


আপডেট : জুন ০৮, ২০২০
০৯:৩৮ অপরাহ্ন



কানাইঘাটে চিকিৎসক, পুলিশসহ আক্রান্ত আরও ৩৪

সিলেটের কানাইঘাট উপজেলায় করোনায় আক্রান্ত হয়েছেন ডাক্তার, পুলিশ, সরকারি কর্মকর্তাসহ রেকর্ড ৩৪ জন কনোনায় আক্রান্ত হয়েছেন। 

আজ সোমবার (৮ জুন) রাত সাড়ে ১০টার দিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা যায়, গত ৩১ মে ও ১ জুন স্বাস্থ্য কমপ্লেক্স থেকে সিলেট ওসমানী মেডিকেলের পিসিআর ল্যাবে পাঠানো ১০৬ জনের নমুনা পরীক্ষার পর তাদের মধ্যে ৩৪ জনের করোনা রিপোর্ট পজেটিভ এসেছে। এর মধ্যে ৩ জনের দ্বিতীয়বার করোনা রিপোর্ট পজিটিভ এসেছে। আর ২ জুন থেকে ৭ জুন পর্যন্ত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নমুনা প্রদানকারীদের রিপোর্ট এখনও পাওয়া যায়নি। 

দুইদিনের সংগৃহীত নমুনা পরীক্ষার রিপোর্টে যারা নতুন করে করোনা পজিটিভ হয়েছেন তাদের মধ্যে আছেন, কানাইঘাট থানার এসআই স্বপন চন্দ্র সরকার (৩৬), এসআই সবুজ কুমার নাইডু (৩৯), তার স্ত্রী শান্তি দে (২৭), তাদের শিশুপুত্র সৌরভ (৫), সুদীপ্ত (১১), থানার কনস্টেবল ইয়াছের (৩০), খলিলুর রহমান (২৬), নিত্যানন্দ পাল (২৬), রাজিব ভৌমিক (২৫), কানাইঘাট স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. আবুল হারিছ (৩৫), উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোহাম্মদ জিলানী (৩২), ব্যাংক কর্মকর্তা বাবরুল হোসাইন (৩৪), ফয়ছল আহমদ (২৭), রাজপুর গ্রামের শাহিন উদ্দিন (২৫), ধনপুর গ্রামের ফখরুল ইসলাম (৩৪), বীরদল বাজারের আতাউর রহমান (৩৭), ডালাইচরের আফসার রনি (২২), মর্জিনা আক্তার (৩৭), জাকারিয়া (৩১), নয়াতালুকের বেলাল (২৪), মিজানুর রহমান (২৪), লখাইর গ্রামের ইমাম উদ্দিন (৩০), কৃষ্ণপুরের আতাউর রহমান (৫০), পল্লী বিদ্যুৎ অফিসের শামিম মিয়া (২৩), রূপালী ব্যাংকের কর্মকর্তা রেদোয়ানুল আজিজ (৪০), ঝিঙ্গাবাড়ীর আব্দুস সালাম (৫০), মহেষপুরের নাহিদ (১৪), নাসরিন বেগম (৩০), হানুফা বেগম (৫৫), দুর্লভপুরের মামুন রহমান (২৩) ও মিলন মিয়া (২৩)। আর পুণরায় যাদের করোনা পজেটিভ এসেছে তারা হলেন, উপজেলা পরিষদের সিএ বিপ্লব কান্তি দাস অপু (৩১), রায়গড়ের সাগর চৌধুরী (২৩) ও হারুন রশিদ (৩০)।

এদিকে ৩১ মে ও ১ জুনের রিপোর্টে নতুন করে ৩১ জন করোনায় আক্রান্ত হয়ে কানাইঘাটে আতঙ্ক বিরাজ করছে। ২ জুন থেকে ৮ জুন পর্যন্ত করোনার রিপোর্ট আসার পর কানাইঘাটে করোনা আরও ভয়াবহ আকার ধারণ করতে পারে বলে অনেকে করছেন। সর্বস্তরের মানুষ কানাইঘাট উপজেলাকে দ্রুত লকডাউন করার দাবি জানিয়েছেন।

প্রসঙ্গত, এখন পর্যন্ত কানাইঘাটের ৮৩ জন করোনায় আক্রান্ত হয়েছেন। তাদের মধ্যে ৩ জন সুস্থ হয়েছেন এবং ২ জনের মৃত্যু হয়েছে।

 

এমআর/আরআর-০৩