গোলাপগঞ্জে ইউপি চেয়াম্যানসহ ৪ জনের করোনা শনাক্ত

গোলাপগঞ্জ প্রতিনিধি


জুন ০৯, ২০২০
১২:২৩ অপরাহ্ন


আপডেট : জুন ০৯, ২০২০
১২:২৪ অপরাহ্ন



গোলাপগঞ্জে ইউপি চেয়াম্যানসহ ৪ জনের করোনা শনাক্ত

সিলেটের গোলাপগঞ্জ উপজেলায়  নতুন করে আরও ৪ জন করোনা রোগী শনাক্ত হয়েছেন। এরমধ্যে একজন ইউপি চেয়ারম্যানও রয়েছেন।

সোমবার (৮ জুন) রাত ১১টায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসা কর্মকর্তা ডা. শাহিনুর ইসলাম শাহিন বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, করোনা শনাক্ত হওয়া এই ৪ জনের নমুনা সংগ্রহ করে কয়েকদিন আগে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের পিসিআর ল্যাবে পাঠানো হয়েছিল । আজ রাতে তাদের রিপোর্ট পজেটিভ আসে। 

আক্রান্তদের মধ্যে রয়েছেন বুধবারীবাজার ইউনিয়ন চেয়ারম্যান মস্তাব উদ্দিন কামাল (৬৫), ঢাকাদক্ষিণ সুনামপুরের ৪৭ বছরের একজন পুরুষ ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সংলগ্ন এলাকার ২৯ ও ৪০ বছর বয়সী দুজন পুরুষ রয়েছেন। 

এদিকে এনিয়ে গোলাপগেঞ্জে মোট ৬১ জনের করোনা শনাক্ত হয়েছে। এর মধ্যে সুস্থ হয়েছেন ২০ জন ও একজন মারা গেছেন। মঙ্গলবার (৯ জুন) আক্রান্তদের  বাড়িগুলা লকডাউন করা হবে এবং তাদের সংস্পর্সে আসা সবার নমুনা সংগ্রহ করা হবে বলেও জানান এ চিকিৎসা কর্মকর্তা।

এফএম/বিএ-০৪