নগরে সিসিকের অভিযান, দুই মার্কেট বন্ধ ঘোষণা

নিজস্ব প্রতিবেদক


জুন ০৯, ২০২০
০৯:৩৩ পূর্বাহ্ন


আপডেট : জুন ০৯, ২০২০
১০:৪৯ পূর্বাহ্ন



নগরে সিসিকের অভিযান, দুই মার্কেট বন্ধ ঘোষণা

করোনা ভাইরাস সংক্রমণ রোধে মাঠে নেমেছে সিলেট সিটি করপোরেশন। সামাজিক দূরত্ব নিশ্চিত করতে এবং মানুষের মাঝে সচেতনতা তৈরির লক্ষ্যে সিলেট নগরে চলছে সিটি করোপোরেশনের অভিযান। এসময় স্বাস্থ্যবিধি না মানায় ফুটপাত থেকে হকার উচ্ছেদ ও দুটি মার্কেট বন্ধ ঘোষণা করা হয়।

আজ সোমবার (৯ জুন) সকাল থেকে এই অভিযান শুরু হয়। নগরের বন্দরবাজার ও আশপাশের এলাকায় চালানো হয় হকার উচ্ছেদ অভিযান। এসময় লালদিঘিরপাড় পুরাতন হকার্স মার্কেট ও হাসান মার্কেট ৭ দিনের জন্য বন্ধ ঘোষণা করেন সিলেট সিটি করপোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী। 

এছাড়া করোনা সংক্রমণ রোধে নগরের সড়কে জীবাণুনাশক ওষুধ ছিটাতেও দেখা যায়। 

 

সিলেট সিটি করপোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী এই অভিযানে নেতৃত্ব দেন। এসময় পুলিশ ও র‌্যাব সদস্যদেরও দেখা যায়।

অভিযানকালে আরিফুল হক চৌধুরী বলেন, ‘সামাজিক দূরত্ব নিশ্চিত করা সম্ভব নয় বলে এই দুই মার্কেট আজ মঙ্গলবারই বন্ধ করতে বলা হয়েছে। যদি সংশ্লিষ্টরা মার্কেট বন্ধ না করেন, তবে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।’

সিলেটে ব্যাপকভাবে বাড়ছে করোনাভাইরাসের সংক্রমণ। সেই তুলনায় মানুষের মধ্যে সচেতনতা কম। নগরে সব সময়ই স্বাস্থ্যবিধি অমান্য করে লোকজনকে চলাচল করতে দেখা যায়। মার্কেটগুলোতেও সেভাবে স্বাস্থ্যবিধি মানা হচ্ছে না। এ অবস্থায় আজ মঙ্গলবার থেকে নগরে অভিযানে নামার ঘোষণা দেন মেয়র আরিফুল হক চৌধুরী। গতকাল সোমবার মেয়র বলেন, ‘আগামীকাল মঙ্গলবার থেকে মহানগরের কোথাও কোনো ফুটপাতে হকার বসতে পারবে না, স্বাস্থ্যবিধি না মানলে মার্কেট ও বিপণিবিতান বন্ধ করে দেওয়া হবে, সিএনজিচালিত অটোরিকশায় ২ জনের অধিক যাত্রী তুললে সঙ্গে সঙ্গে ব্যবস্থা, লেগুনা, কার, বাসসহ অন্যসকল পরিবহনেও স্বাস্থ্যবিধি না মেনে যাত্রী উঠালে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। যেসব যাত্রী স্বাস্থ্যবিধি মানবেন না তাদের বিরুদ্ধেও আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।’

আরিফুল হক চৌধুরী বলেন, 'সিলেটে প্রতিদিন বাড়ছে আক্রান্ত রোগীর সংখ্যা। এই সংক্রমণ ঠেকাতে স্বাস্থ্যবিধি নিশ্চিত করতে হবে। তাই আগামীকাল মঙ্গলবার থেকে সিটি করপোরেশনের ম্যাজিস্ট্রেট, জেলা প্রশাসনের ম্যাজিস্ট্রেট, পুলিশসহ সবাইকে নিয়ে কঠোর অভিযান শুরু হবে। আজ বিকেল থেকে এই বিষয়ে নগরে মাইকিং করা হচ্ছে।’

তিনি আরও বলেন, 'এই মাইকিং গতানুগতিক মাইকিং নয়। কাল থেকে নগরের কোনো জায়গায় হকারদের বসতে দেওয়া হবে না, পরিবহনে অতিরিক্ত যাত্রী বহন করলে চালক এবং যাত্রী দুইজনের বিরুদ্ধেই ব্যবস্থা নেওয়া হবে।’

মেয়র বলেন, ‘এ বিষয়ে জেলা প্রশাসন, পুলিশ প্রশাসনসহ সবার সঙ্গে যোগাযোগ করা হয়েছে। যেসব এলাকায় অভিযান চলবে সেসব এলাকার কাউন্সিলরবৃন্দও সঙ্গে থাকবেন। নগরের সাধারণ মানুষের নিরাপত্তার স্বার্থে কাল থেকে সিলেটে স্বাস্থ্যবিধি নিশ্চিত করা হবে।’ এ সময় স্বাস্থ্যবিধি নিশ্চিত করতে নগরের সবাইকে সহযোগিতা করারও আহ্বান জানান মেয়র। 

এনসি/আরসি-০১