নিজস্ব প্রতিবেদক
জুন ০৯, ২০২০
১১:৩৫ পূর্বাহ্ন
আপডেট : জুন ০৯, ২০২০
১১:৪৬ পূর্বাহ্ন
সিলেট সিটি করপোরেশন (সিসিক) নিয়ন্ত্রিত সকল মার্কেট এক ঘণ্টার মধ্যে বন্ধের নির্দেশ দেওয়া হয়েছে। স্বাস্থ্যবিধি মানার কোনো সুযোগ না থাকায় মার্কেটগুলোকে আগামী এক সপ্তাহ বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে। সিলেটবাসীকে বাঁচানোর স্বার্থেই এ নির্দেশ দেওয়া হয়েছে জানিয়ে এই নির্দেশ মানার আহ্বান জানিয়েছেন মেয়র আরিফুল হক চৌধুরী
সিলেট সিটি করপোরেশনের সচিব (অতিরিক্ত দায়িত্ব) ডা. জাহিদুল ইসলাম সিলেট মিররকে এই তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, ‘শুধুমাত্র সিটি করপোরেশনের নিয়ন্ত্রণাধীন মার্কেটগুলো আগামী এক সপ্তাহ বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে। যেমন হাসান মার্কেট ও লালদিঘিরপাড় হকার্স মার্কেট, এগুলো সরাসরি সিটি করপোরেশন পরিচালনা করে থাকে। এই মার্কেটগুলোতে স্বাস্থ্যবিধি মানার কোনো সুযোগ নেই। তাই এখান থেকে করোনাভাইরাস বড় আকারে ছড়িয়ে পড়ার আশঙ্কা রয়েছে। এর দায় আমাদের উপর পড়বে। তাই নগরের মানুষের স্বাস্থ্য নিরাপত্তার কথা চিন্তা করে মেয়র আগামী এক সপ্তাহ বন্ধ রাখার নির্দেশ দিয়েছেন।’
তবে নগরের অন্যান্য মার্কেট সরকারের স্বাস্থ্যবিধি মেনে খোলা রাখা যাবে বলে জানিয়েছেন তিনি।
আরসি-০২