সিসিকের অভিযান, ৯ মামলায় ২৬ হাজার টাকা জরিমানা

নিজস্ব প্রতিবেদক


জুন ০৯, ২০২০
১১:৫৮ পূর্বাহ্ন


আপডেট : জুন ০৯, ২০২০
০২:৫৫ অপরাহ্ন



সিসিকের অভিযান, ৯ মামলায় ২৬ হাজার টাকা জরিমানা

স্বাস্থ্যবিধি রক্ষায় সিলেট নগরে অভিযান চালিয়েছে সিলেট সিটি করপোরেশন (সিসিক)। আজ মঙ্গলবার (৯ জুন) সকাল সাড়ে ১০টায় মেয়র আরিফুল হক চৌধুরীর নেতৃত্বে এ অভিযান চালানো হয়। অভিযানে ৯টি মামলা ও ২৬ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।

এসময় সিসিকের প্রধান রাজস্ব কর্মকর্তা (সিআরও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. জসীম উদ্দিন, র‌্যাব ও পুলিশ সদস্যরা উপস্থিত  ছিলেন। 

অভিযানে স্বাস্থ্যবিধি না মানায় ৬টি দোকান, অতিরিক্ত যাত্রী তোলায় দুই সিএনজিচালিত অটোরিকশা চালককে ও মাস্ক না পরায় এক পথচারীকে জরিমানা করা হয়। এছাড়া বিভিন্ন মার্কেট ও হকারদের মালামাল জব্দ করা হয়।

সিসিকের প্রধান রাজস্ব কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. জসীম উদ্দিন সিলেট মিররকে বলেন, ‘স্বাস্থ্যবিধি না মানায় আজ মঙ্গলবার মোট ৯টি মামলায় ২৬ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে। এছাড়া ১৫ থেকে ২০টি দোকানের  ট্রেড লাইসেন্স বাতিল করা হয়েছে।’ 

মালামাল জব্দের বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, ‘এটা মেয়র স্যার সরাসরি করেছেন। মালামাল কী করা হবে সেটা আমি সঠিক জানি না।’

এনসি/আরসি-০৫