খেলা ডেস্ক
জুন ০৯, ২০২০
১২:০৩ অপরাহ্ন
আপডেট : জুন ০৯, ২০২০
১২:০৪ অপরাহ্ন
কাতার বিশ্বকাপ ২০২২ ও এশিয়ান কাপ ২০২৩ বাছাই শুরু হচ্ছে অক্টোবরে। সিলেটেই শুরু হচ্ছে বাংলাদেশ জাতীয় ফুটবল দলের বিশ্বকাপ বাছাই। ৮ অক্টোবর জামাল ভূঁইয়ার দল ফিরতি লেগে আফগানদের মুখোমুখি হবে সিলেট জেলা স্টেডিয়ামে। প্রথম লেগে ১-০ গোলে জিতে এগিয়ে রয়েছে যুদ্ধ বিধ্বস্ত দেশটি। এই হার দিয়েই অবশ্য বাছাইয়ের দ্বিতীয় পর্ব শুরু করেছিল বাংলাদেশ। এশিয়ান ফুটবল কনফেডারেশন (এএফসি) এই সূচি ঘোষণা করেছে।
১৩ অক্টোবর দোহার জসিম বিন হামাদ স্টেডিয়ামে লাল-সবুজের প্রতিনিধিদের লড়াই কাতারের বিপক্ষে। প্রথম লেগে ২০২২ বিশ্বকাপের আয়োজকদের কাছে বঙ্গবন্ধু স্টেডিয়ামে বাংলাদেশ হার মেনেছিল ২-০ গোলে।
ঘরের মাঠে ভারতের বিপক্ষে বাংলাদেশ খেলবে ১২ নভেম্বর। যদিও ভেন্যু ও ম্যাচের শুরুর সময় এখনো ঠিক হয়নি এই ম্যাচের। প্রথম লেগে কলকাতার সল্টলেক স্টেডিয়ামে ভারতীয় দলের সঙ্গে ১-১ গোলে ড্র করেছিল কোচ জেমি ডে’র শিষ্যরা। বাংলাদেশের পুঁজি বলতে সেই ম্যাচ থেকে পাওয়া একমাত্র পয়েন্ট।
নিজেদের মাঠে ওমানের সঙ্গে জামাল ভূঁইয়াদের ফিরতি লেগের ম্যাচ ১৭ নভেম্বর। ম্যাচেরও ভেন্যু ও ম্যাচের শুরুর সময় এখনো ঠিক হয়নি। এই ওমানের কাছেই প্রথম লেগে ৪-১ গোলে হেরে ফিরেছে বাংলাদেশ।
এএন/০৩