শাহপরাণ থেকে ৪১২ বোতল ফেনসিডিলসহ গ্রেপ্তার ২

সিলেট মিরর ডেস্ক


জুন ০৯, ২০২০
১২:২৮ অপরাহ্ন


আপডেট : জুন ০৯, ২০২০
১২:২৮ অপরাহ্ন



শাহপরাণ থেকে ৪১২ বোতল ফেনসিডিলসহ গ্রেপ্তার ২

 

সিলেট শাহপরাণ থানার বহর আল বারাকা আবাসিক এলাকা থেকে ৪১২ বোতল ফেনসিডিল ও প্রাইভেটকারসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে সিলেট মহানগর গোয়েন্দা পুলিশ।

আজ মঙ্গলবার ( ৯ জুন) ভোররাতে সিলেট মহানগর গোয়েন্দা পুলিশের অভিযানে বহর আল বারাকা আবাসিক এলাকার একটি বাড়ির পার্কিং থেকে তাদের গ্রেপ্তার করা হয়। উদ্ধারকৃত ফেনসিডিলের আনুমানিক মূল্য ৬ লাখ ১৮ হাজার টাকা বলে জানিয়েছে পুলিশ।

গ্রেপ্তারকৃতরা হচ্ছেন সিলেটের জকিগঞ্জ উপজেলার খলাছড়া নরসিংহপুরের মৃত কলমদর আলীর ছেলে মো. জালাল আহমদ (৩২) ও শাহপরাণ (রহ.) থানাধীন বহর পশ্চিম এলাকার মৃত সৈয়দ শফিকুল ইসলামের ছেলে মো. কালাম (৪২)।

পুলিশ জানায়, জিজ্ঞাসাবাদের আসামিরা জানিয়েছে ফেনসিডিলগুলো প্রধান আসামি জালাল আহমদের তত্বাবধানে তার গাড়ি চালক সবুজ ও আরেক আসামি মো. কালামের সহযোগিতায় বিশেষ কৌশলে প্রাইভেট কারে করে জকিগঞ্জের ভারতীয় সীমান্তবর্তী এলাকা থেকে বহর আল বারাকা আবাসিক এলাকার শিবলু আহমদের বাড়ির সামনের পার্কিংয়ে আনা হয়। এসব ফেনসিডিল সিলেট নগরের বিভিন্ন মাদক ব্যবসায়ীর কাছে বিক্রির জন্য এখানে মজুদ করা হয়।

পুলিশ আরও জানায়, এ ঘটনায় এসআই মাহাবুর আলম মন্ডল বাদী হয়ে শাহপরাণ থানায় এজাহার দায়ের করলে তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয় এবং আসামীদের মহানগর আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়। ঘটনায় জড়িত অন্য আসামীদের গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত আছে।

 

 

এনএইচ/ আরসি-০৬/