বিশ্বনাথ প্রতিনিধি
জুন ০৯, ২০২০
১২:৫৬ অপরাহ্ন
আপডেট : জুন ০৯, ২০২০
১২:৫৬ অপরাহ্ন
সিলেটের বিশ্বনাথে আরও একজন করোনায় আক্রান্ত হয়েছে। তিনি উপজেলার দশঘর ইউনিয়ন স্বাস্থ্যকেন্দ্রের কমিউনিটি হেলথ কেয়ার প্রোভাইডার (সিএইচসিপি)। করোনা উপসর্গ নিয়ে গত ৩১ মে নমুনা পরীক্ষায় দেন তিনি। পরে প্রায় ৯ দিন পর সোমবার রাতে তার করোনা পজেটিভ রির্পোট আসে। স্বাস্থ্যকর্মীসহ এ নিয়ে উপজেলায় আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ৪৬ জনে। আক্রান্তদের মধ্যে সুস্থ হয়ে স্বাভাবিক জীবনে ফিরেছেন ১৬জন।
মঙ্গলবার সকালে এ তথ্য নিশ্চিত করে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আবদুর রহমান মুসা বলেন, নমুনা দেয়া মানুষের সংখ্যা বৃদ্ধি পাওয়ায় রিপোর্ট পেতে এখন একটু দেরি হচ্ছে।