বিশ্বনাথে আরও এক স্বাস্থ্যকর্মী করোনায় আক্রান্ত

বিশ্বনাথ প্রতিনিধি


জুন ১০, ২০২০
১২:৫৬ পূর্বাহ্ন


আপডেট : জুন ১০, ২০২০
১২:৫৬ পূর্বাহ্ন



বিশ্বনাথে আরও এক স্বাস্থ্যকর্মী করোনায় আক্রান্ত

সিলেটের বিশ্বনাথে আরও একজন করোনায় আক্রান্ত হয়েছে। তিনি উপজেলার দশঘর ইউনিয়ন স্বাস্থ্যকেন্দ্রের কমিউনিটি হেলথ কেয়ার প্রোভাইডার (সিএইচসিপি)। করোনা উপসর্গ নিয়ে গত ৩১ মে নমুনা পরীক্ষায় দেন তিনি। পরে প্রায় ৯ দিন পর সোমবার রাতে তার করোনা পজেটিভ রির্পোট আসে। স্বাস্থ্যকর্মীসহ এ নিয়ে উপজেলায় আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ৪৬ জনে। আক্রান্তদের মধ্যে সুস্থ হয়ে স্বাভাবিক জীবনে ফিরেছেন ১৬জন।

মঙ্গলবার সকালে এ তথ্য নিশ্চিত করে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আবদুর রহমান মুসা বলেন, নমুনা দেয়া মানুষের সংখ্যা বৃদ্ধি পাওয়ায় রিপোর্ট পেতে এখন একটু দেরি হচ্ছে।