নিজস্ব প্রতিবেদক
জুন ১০, ২০২০
০১:০৮ পূর্বাহ্ন
আপডেট : জুন ১০, ২০২০
০১:০৮ পূর্বাহ্ন
সিলেট বিভাগে প্রতিদিন বাড়ছে করোনা আক্রান্ত রোগীর সংখ্যা। এর মধ্যে শুধু সিলেট জেলায় আক্রান্ত হাজার ছুঁই ছুঁই। এখন পর্যন্ত বিভাগে আক্রান্তের সংখ্যা ১ হাজার ৬০০ ছাড়ালো। এর মধ্যে ৩৭ জন করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন। হাসপাতালে চিকিৎসাধীন আছেন ১৬৪ জন। আর ইতিমধ্যে করোনা জয় করে সুস্থ হয়েছেন ৪০৬ জন।
স্বাস্থ্য অধিদপ্তর সূত্রে জানা গেছে, সিলেট বিভাগে আজ মঙ্গলবার (৯ জুন) সকাল পর্যন্ত ১৬২৮ জন করোনা আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে। এর মধ্যে সিলেটে ৯৩৯ জন, সুনামগঞ্জে ৩২৯ জন, হবিগঞ্জে ২০৮ জন ও মৌলভীবাজারে ১৫২জন।
সিলেট বিভাগে বর্তমানে করোনা আক্রান্তদের মধ্যে ১৬৪ জন বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। এর মধ্যে ৪১ জন সিলেটের বিভিন্ন হাসপাতালে, সুনামগঞ্জের বিভিন্ন হাসপাতালে ৯৮ জন, হবিগঞ্জের হাসপাতালে ২০ জন ও মৌলভীবাজারে ৫ জন।
সিলেট বিভাগে আজ মঙ্গলবার সকাল পর্যন্ত ৪০৬ জন করোনা আক্রান্ত রোগী সুস্থ হয়েছেন। এর মধ্যে সিলেটে ১২৮ জন, সুনামগঞ্জে ৮১ জন, হবিগঞ্জে ১৩৫ জন ও মৌলভীবাজারে ৬২জন।
জানা গেছে, এখন পর্যন্ত সিলেট বিভাগে ৩৭ জন করোনা আক্রান্ত রোগী মারা গেছেন। এর মধ্যে সিলেট জেলায় ২৮ জন, মৌলভীবাজারে চার জন সুনামগঞ্জে তিনজন ও হবিগঞ্জে দুইজন।
এবিষয়ে স্বাস্থ্য অধিদপ্তর সিলেট বিভাগীয় কার্যালয়ের সহকারী পরিচালক আনিসুর রহমান সিলেট মিররকে বলেন, ' গত ২৪ ঘন্টায় সিলেট বিভাগে আরও ৮২ জনের করোনা শনাক্ত হয়েছে। আক্রান্তরা সবাই সিলেট ও সুনামগঞ্জ জেলার বাসিন্দা। আর করোনা আক্রান্ত হয়ে সিলেটের দুইজন মারা গেছেন। '
এনএইচ/বিএ-০৯