সিলেট মিরর ডেস্ক
জুন ০৯, ২০২০
০৬:০৩ অপরাহ্ন
আপডেট : জুন ০৯, ২০২০
০৬:০৩ অপরাহ্ন
নেতাকর্মীদের গ্রেপ্তারের বিষয়ে বিএনপি মিথ্যাচার করছে বলে দাবি করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
সারাদেশে বিএনপির নেতাকর্মীদের ঢালাও ভাবে গ্রেপ্তার ও মিথ্যা মামলা দেওয়া হচ্ছে, বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের এমন বক্তব্যের জবাবে ওবায়দুল কাদের এ কথা বলেন।
আজ মঙ্গলবার তাঁর বাসভবনে নিয়মিত ব্রিফিংকালে ওবায়দুল কাদের রাজনৈতিক হীন উদ্দেশে সত্যকে আড়াল করে অন্ধকারে ঢিল না ছুড়তে বিএনপির প্রতি আহ্বান জানান। ওবায়দুল কাদের বলেন, ‘কোথায় ঢালাও ভাবে গ্রেপ্তার ও মামলা করা হচ্ছে, তার সঠিক তালিকা দিন।’
মির্জা ফখরুলের বক্তব্য মিথ্যা প্রলাপ উল্লেখ করে ওবায়দুল কাদের তার উদ্দেশে বলেন, ‘আপনি মানুষের ক্ষুধার হাহাকার কোথায় দেখছেন, বিএনপির হৃদয়ে ক্ষমতার ক্ষুধা, সে ক্ষুধার তীব্রতায় আপনার হৃদয় হাহাকার করছে।’ তিনি বলেন, ‘জনমানুষের প্রতি সরকারের দায়িত্বশীলতায় বিএনপির গা জ্বালা করছে।‘
সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী বলেন, ‘করোনার এই সময়ে আওয়ামী লীগের এখন একটাই কর্মসূচি, তা হচ্ছে অভিন্ন শত্রু করোনা মোকাবেলা করা।’
তিনি আশাবাদ ব্যক্ত করে বলেন, ‘নিউজিল্যান্ড ও ভিয়েতনাম পারলে আমরা কেনো পারব না? সকলের সম্মিলিত চেষ্টায় আমরাও পারব এবং সফল হবো ইনশাআল্লাহ।’
এনপি-০৪