শামসুদ্দিনে জীবাণুনাশক টানেলের নিচে শুয়ে আছে কুকুর!

নিজস্ব প্রতিবেদক


জুন ১০, ২০২০
০১:৪৮ অপরাহ্ন


আপডেট : জুন ১০, ২০২০
০১:৪৮ অপরাহ্ন



শামসুদ্দিনে জীবাণুনাশক টানেলের নিচে শুয়ে আছে কুকুর!

সিলেট করোনা আইসোলেশন শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালের বারান্দায় স্থাপিত জীবাণুনাশক টানেলের নিচে দুইটি কুকুর শুয়ে থাকতে দেখা গেছে। গতকাল মঙ্গলবার (৯ জুন) জীবাণুনাশক টানেলের নিচে কুকুর শুয়ে থাকার ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। আর তাতে ক্ষুব্দ প্রতিক্রিয়া জানান সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারকারীরা। আর হাসপাতাল কর্তৃপক্ষ বলছে স্বাস্থ্য অধিদপ্তরের নির্দেশে টানেলটি সড়িয়ে নেওয়া হবে। 

করোনা সংক্রমণ প্রতিরোধে দেশের বিভিন্ন হাসপাতাল, শপিং মল, থানাসহ বিভিন্ন জায়গায় জীবাণুনাশক টানেল স্থাপন করা হচ্ছে। এরকম একটি টানেল রয়েছে সিলেট করোনা আইসোলেশন সেন্টার শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে। তবে এই টানেলটি খুব কম মানুষ ব্যবহার করতে দেখা যায়। করোনা রোগীদের চিকিৎসার পাশাপাশি সিলেট নগরের সাধারণ মানুষ এই হাসপাতালে এসে নমুনা জমা দিয়ে যান। আর জীবাণুনাশক টানেলের নিচে কুকুর শুয়ে থাকার ছবি ভাইরাল হওয়ায় স্থানীয়রা স্বাস্থ্যঝুঁকির বিষয়টি নিয়ে মন্তব্য করছেন। 

এনিয়ে অনেকেই সামাজিক যোগাযোগ মাধ্যমে লিখেছেন করোনা ডেডিকেটেড হাসপাতালের যদি এই ব্যবস্থাপনা হয় তাহলে সাধারণ মানুষের মধ্যে সচেতনতা কীভাবে আসবে। তারা মনে করেন শামসুদ্দিন হাসপাতাল কর্তৃপক্ষকে আরও সচেতন হতে হবে।

এবিষয়ে শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) সুশান্ত কুমার মহাপাত্র সিলেট মিররকে বলেন, জীবাণুনাশক টানেল ব্যবহার না করতে বলেছে স্বাস্থ্য বিভাগ। তাই এটি আমরা এখন আর ব্যবহার করছি না। এটি সরিয়ে ফেলা হবে।

এদিকে স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, জীবাণুনাশক টানেল স্থাপনের কোন নির্দেশনা দেওয়া হয়নি। এছাড়া, বিশ্ব স্বাস্থ্য সংস্থাও এটি বন্ধ করে দিতে বলেছে।

এনএইচ/বিএ-১৬