সিসিকের অভিযান, ২৭ হাজার টাকা জরিমানা আদায়

সিলেট মিরর ডেস্ক


জুন ১১, ২০২০
০২:২০ পূর্বাহ্ন


আপডেট : জুন ১১, ২০২০
০২:২০ পূর্বাহ্ন



সিসিকের অভিযান, ২৭ হাজার টাকা জরিমানা আদায়

স্বাস্থ্যবিধি রক্ষায় নগরে অভিযান চালিয়েছে সিলেট  সিটি করপোরেশন (সিসিক)। আজ বুধবার (১০ জুন) সকাল থেকে সিলেট নগরের বিভিন্ন এলাকা ও মার্কেটে এ অভিযান চালানো হয়। সিটি করপোরেশনের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও প্রধান রাজস্ব কর্মকর্তা মো. জসীম উদ্দিনের নেতৃত্ব অভিযানে মোট ১৬ জনকে ২৭ হাজার টাকা জরিমানা করা হয়।

সিলেট মিররকে সিসিকের নির্বাহী ম্যাজিস্ট্রেট জসিম উদ্দিন  জানান, আজ বুধবারের অভিযানে মোট ১৬ টি মামলায় ২৭ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে। এর মধ্যে মাস্ক না পরায় ১০ জনকে ও নির্দেশনা অমান্য করে দোকান খোলা রাখায় ৬ জনকে জরিমানা করা হয়েছে।

তিনি আরও জানান, অভিযানে সিটি করপোরেশনকে সহায়তা করছে মহানগর পুলিশের সদস্যরা। এ ধরনের অভিযান চলমান থাকবে।

এনসি/বিএ-১৭