দক্ষিণ সুরমায় বস্তাবন্দি লাশ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক


জুন ১০, ২০২০
০২:৪৩ অপরাহ্ন


আপডেট : জুন ১০, ২০২০
০৪:২১ অপরাহ্ন



দক্ষিণ সুরমায় বস্তাবন্দি লাশ উদ্ধার

সিলেটের দক্ষিণ সুরমার ধোপাঘাটে রাস্তা পাশ থেকে বস্তাবন্দি এক অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার করা হয়েছে। আজ বুধবার (১০ জুন) বিকেল সাড়ে ৩ টার দিকে এ লাশ উদ্ধার করা হয়।

দক্ষিণ সুরমা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খায়রুল ফজল সিলেট মিররকে বিষয়টি নিশ্চিত করেছেন। 

তিনি বলেন, ধোপাঘাটে বস্তার ভেতর থেকে অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার করা হয়েছে। মৃত ব্যক্তির বয়স ৩০-৩৫ হবে। লাশটি ভালো ভাবে চেনা যাচ্ছে না।

তিনি বলেন, আমাদের মনে হয় দূরের কোনও জায়গা থেকে তাকে হত্যা করে লাশ এখানে বস্তায় করে ফেলে দেওয়া হয়েছে। আমরা আশেপাশের থানাকে লোকটির দৈহিক বর্ণানা দিয়ে মেসেজ পাঠিয়েছি। অতি শীঘ্রই আমরা এই ব্যক্তিকে শনাক্ত করে মূল ঘটনা জানতে পারব, এই আশা রাখছি। মৃত ব্যক্তির আঙ্গুলের চাপও সংগ্রহ করা হয়েছে।

এনসি/বিএ-১৭