বিশ্বনাথ প্রতিনিধি
জুন ১০, ২০২০
০২:৫০ অপরাহ্ন
আপডেট : জুন ১০, ২০২০
০৫:৫৪ অপরাহ্ন
সিলেটের বিশ্বনাথে আরও এক যুবক করোনায় আক্রান্ত হয়েছেন। তিনি উপজেলার সদর ইউনিয়নের ইলিমপুর গ্রামের বাসিন্দা। তার বয়স ২৬ বছর।
জানা গেছে, করোনার উপসর্গ নিয়ে গত ২ জুন নিজের নমুনা পরীক্ষার জন্য দেন তিনি। এর প্রায় ৮ দিন পর আজ বুধবার (১০ জুন) সকালে তার করোনা পজিটিভ রিপোর্ট আসে।
এ নিয়ে উপজেলায় করোনায় আক্রান্তের সংখ্যা দাঁড়াল ৪৭ জনে। আক্রান্তদের মধ্যে সুস্থ হয়ে স্বাভাবিক জীবনে ফিরেছেন ১৬ জন।
আজ বুধবার বিকেলে এ তথ্য নিশ্চিত করে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আবদুর রহমান মুসা বলেন, এখন পর্যন্ত উপজেলায় করোনা আক্রান্তের সংখ্যা ৪৭ জন। নমুনা দেওয়া মানুষের সংখ্যা বৃদ্ধি পাওয়ায় রিপোর্ট পেতে এখন একটু দেরি হচ্ছে।
এমএ/আরআর-০৫