করোনায় আক্রান্ত বিশ্বনাথের আরও একজন

বিশ্বনাথ প্রতিনিধি


জুন ১০, ২০২০
০২:৫০ অপরাহ্ন


আপডেট : জুন ১০, ২০২০
০৫:৫৪ অপরাহ্ন



করোনায় আক্রান্ত বিশ্বনাথের আরও একজন

সিলেটের বিশ্বনাথে আরও এক যুবক করোনায় আক্রান্ত হয়েছেন। তিনি উপজেলার সদর ইউনিয়নের ইলিমপুর গ্রামের বাসিন্দা। তার বয়স ২৬ বছর। 

জানা গেছে, করোনার উপসর্গ নিয়ে গত ২ জুন নিজের নমুনা পরীক্ষার জন্য দেন তিনি। এর প্রায় ৮ দিন পর আজ বুধবার (১০ জুন) সকালে তার করোনা পজিটিভ রিপোর্ট আসে।

এ নিয়ে উপজেলায় করোনায় আক্রান্তের সংখ্যা দাঁড়াল ৪৭ জনে। আক্রান্তদের মধ্যে সুস্থ হয়ে স্বাভাবিক জীবনে ফিরেছেন ১৬ জন।

আজ বুধবার বিকেলে এ তথ্য নিশ্চিত করে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আবদুর রহমান মুসা বলেন, এখন পর্যন্ত উপজেলায় করোনা আক্রান্তের সংখ্যা ৪৭ জন। নমুনা দেওয়া মানুষের সংখ্যা বৃদ্ধি পাওয়ায় রিপোর্ট পেতে এখন একটু দেরি হচ্ছে।

 

এমএ/আরআর-০৫