বালাগঞ্জ প্রতিনিধি
জুন ১০, ২০২০
০৩:৪৯ অপরাহ্ন
আপডেট : জুন ১০, ২০২০
০৪:২৪ অপরাহ্ন
সিলেটের বালাগঞ্জ উপজেলার বালাগঞ্জ ইউনিয়নের নোয়াপাতন গ্রামে মসজিদের ভূমি নিয়ে দুইপক্ষের সংঘর্ষে উভয়পক্ষের নারী-পুরুষসহ ৪ জন আহত হয়েছেন।
আজ বুধবার (১০ জুন) সকালের দিকে এ সংঘর্ষের ঘটনাটি ঘটেছে।
নোয়াপাতন উত্তর মসজিদের মোতওয়াল্লী চান মিয়া বলেন, একবছর আগে গ্রামের আনছার মিয়া মসজিদের পাশে বাড়ি নির্মাণকালে মসজিদের প্রায় ৭ শতক ভূমি তার বাড়ির সীমানার ভেতরে ঢুকিয়ে নেন। এ নিয়ে জনপ্রতিনিধি ও স্থানীয় লোকজনকে নিয়ে একাধিকবার বৈঠক হয়। কিন্তু আনছার মিয়া ওই ভূমির মালিকানা দাবি করলেও কাগজ দেখাতে ব্যর্থ হওয়ায় বিষয়টি মীমাংসা হয়নি। তারা ভূমির দখল নিতে বেড়া দেওয়ার চেষ্টা করেন। গ্রামের লোকজন বাধা দিলে তাদের বাড়ির নারীরা অকথ্য ভাষায় গালিগালাজ করে সংঘর্ষের সৃষ্টি করেন। ইট-পাটকেল ছুড়ে তারা মসজিদের গ্লাস ভাঙচুর করেছেন।
আর আনছার মিয়ার বাড়ির লোকজনের দাবি, সংঘর্ষের সময় তাদের বাড়িও ভাঙচুর করা হয়েছে।
এ বিষয়ে বালাগঞ্জ ইউনিয়নের চেয়ারম্যান আব্দুল মুনিম বলেন, বিষয়টি নিয়ে আমরা একাধিকবার বসেছি। কিন্তু ভূমির মালিক দাবিদার ওই পক্ষের কাগজ স্বয়ংসম্পূর্ণ না থাকায় বিরোধ নিষ্পত্তি করা সম্ভব হয়নি।
বালাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গাজী আতাউর রহমান বলেন, পুলিশ ঘটনাস্থলে গিয়েছিল। স্থানীয়ভাবে বিষয়টি নিষ্পত্তির চেষ্টা চলছে।
এসএ/আরআর-০৮