গোয়াইনঘাট প্রতিনিধি
জুন ১১, ২০২০
০৪:০৩ পূর্বাহ্ন
আপডেট : জুন ১১, ২০২০
০৪:০৩ পূর্বাহ্ন
সিলেটের গোয়াইনঘাট উপজেলার বিছনাকান্দি সীমান্তে ভারতীয় খাসিয়ার গুলিতে মিন্টু মিয়া (২৫) নামের এক বাংলাদেশি যুবক নিহত হয়েছেন। নিহত মিন্টু উপজেলার রুস্তমপুর ইউনিয়নের কুলুমছড়ার পাড় গ্রামের মৃত আকবর আলীর ছেলে।
আজ বুধবার (১০ জুন) সকাল ৮টার দিকে বিছনাকান্দি সীমান্তের কুলুমছড়ার পাড় এলাকার ১২৬৩ নম্বর মেইন পিলারের কাছে এ ঘটনা ঘটেছে।
স্থানীয় সূত্রে জানা যায়, মিন্টু মিয়া বুধবার সকালে ভারতের অভ্যন্তরে প্রবেশ করে খাসিয়াদের বাগান থেকে আম কুড়াতে যান। এ সময় স্থানীয় খাসিয়ারা তাকে লক্ষ্য করে গুলি ছুড়ে। এতে গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই মিন্টু মিয়ার মৃত্যু হয়। মৃত্যুর পর খাসিয়ারা তার মরদেহ বাংলাদেশের সীমান্তের কাছে ফেলে রেখে যায়। পরে বেলা ৩টার দিকে স্থানীয় লোকজন তার লাশ উদ্ধার করে বাংলাদেশে নিয়ে আসেন। এ প্রতিবেদন লেখা পর্যন্ত নিহতের লাশ তার বাড়িতে রয়েছে।
স্থানীয় ইউপি সদস্য সাহাব উদ্দিন (সাবই) ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তবে এ বিষয়ে স্থানীয় বিছনাকান্দি বিজিবি ক্যাম্প সদস্যদের কোনো বক্তব্য পাওয়া যায়নি।
গোয়াইনঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল আহাদ জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।
এমএম/আরআর-০৯