গোলাপগঞ্জ প্রতিনিধি
জুন ১১, ২০২০
০৪:৩৪ পূর্বাহ্ন
আপডেট : জুন ১১, ২০২০
০৪:৩৪ পূর্বাহ্ন
সিলেটের গোলাপগঞ্জ উপজেলায় নতুন করে আরও ১৩ জন করোনা রোগী শনাক্ত করা হয়েছে। আজ বুধবার (১০ জুন) বিকেলে এ তথ্য জানিয়েছেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. শাহিনুর ইসলাম শাহিন।
ডা. শাহিনুর ইসলাম শাহিন জানান, করোনা শনাক্ত হওয়া এই ১৩ জনের নমুনা সংগ্রহ করে কয়েকদিন আগে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের পিসিআর ল্যাবে পাঠানো হয়েছিল। আজ (বুধবার) তাদের রিপোর্ট পজিটিভ এসেছে।
আক্রান্তরা হলেন- পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর এম ফজলুল আলম, তার ছেলে শিহাব আলম, পৌরসভার লুকমান টাওয়ারের রুবি বেগম, কদমতলী এলাকার এনামুল হক, সোনালী ব্যাংক গোলাপগঞ্জ শাখায় কর্মরত এরশাদ মিয়া, বাঘা ইউনিয়নের নুলিয়া গ্রামের রাহেলা, রেজিয়া ও রুমি, লক্ষনাবন্দ ইউনিয়নের আলী মিয়া, মুকিতলা গ্রামের ফরিদা ইয়াছমিন, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্মরত আনা মিয়া, শেফালী এবং খালেদা।
ডা. শাহিনুর ইসলাম শাহিন জানান, আক্রান্তদের বাড়ি লকডাউন করা হবে এবং তাদের সংস্পর্শে আসা সবার নমুনা সংগ্রহ করা হবে।
প্রসঙ্গত, এ নিয়ে গোলাপগঞ্জে মোট ৭৩ জনের করোনা শনাক্ত করা হয়েছে।
এফএম/আরআর-১১