প্রয়াত স্বামীর সম্পত্তি ফিরে পেতে যুক্তরাজ্য প্রবাসী নারীর আর্তি

নিজস্ব প্রতিবেদক


জুন ১০, ২০২০
০৫:০৯ অপরাহ্ন


আপডেট : জুন ১০, ২০২০
০৫:০৯ অপরাহ্ন



প্রয়াত স্বামীর সম্পত্তি ফিরে পেতে যুক্তরাজ্য প্রবাসী নারীর আর্তি

যুক্তরাজ্যে বসবাসরত অবস্থায় মারা যাওয়া সিলেটের গোলাপগঞ্জ উপজেলার ঢাকাদক্ষিণের বারকোট গ্রামের আকরাম হোসেনের সম্পত্তি ও ভিটেমাটি দখলচেষ্টার অভিযোগ উঠেছে। সৎ ভাই ও ভাতিজারা সম্পত্তি দখলের চেষ্টা করছেন বলে অভিযোগ করেছেন আকরাম মিয়ার স্ত্রী তৌমুননেছা।

আজ বুধবার (১০ জুন) সিলেটে এক সংবাদ সম্মেলনে তিনি এ অভিযোগ করেন। তৌমুননেছার অভিযোগ আকরাম মিয়ার সৎ ভাই ও ভাতিজারা জাল দলিল সৃজনের মাধ্যমে সম্পত্তি দখল করে রেখেছে। তাকে (তৌমুননেছাকে) ন্যায্য সম্পদ থেকে বঞ্চিত করার পাশাপাশি তাকে ও তার সন্তানদের প্রাণনাশের হুমকিও দেওয়া হচ্ছে। তাদের নিযুক্ত তত্ত্বাবধায়ককে মারধর করে হাসপাতালেও পাঠিয়েছে দখলকারীরা। সম্প্রতি দেশে এলেও নিজের স্বামীর ভিটেমাটিতে যেতে পারছেন না তিনি। স্বামীর সম্পত্তি ও স্মৃতিচিহ্ন ভিটেমাটি ফেরত পেতে সংশ্লিষ্টদের হস্তক্ষেপ কামনা করেছেন তৌমুননেছা।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে তিনি বলেন, ‘পিতৃহারা ২ ছেলে ও এক মেয়ে নিয়ে আমি যুক্তরাজ্যে বসবাস করে আসছি। দীর্ঘ সময় প্রবাসে থাকলেও নাড়ির টানে দেশে ফিরে আসি বারবার। ভিটেমাটি থাকার পরেও নিজ দেশে আমরা পরবাসী। বাড়ি আছে, ঘর আছে, রয়েছে জমিজমা। কিন্তু দেশে এলেও স্বামীর রেখে যাওয়া বাড়িতে উঠতে পারছি না জীবনের শঙ্কায়। আর সেই শঙ্কার কারণ গ্রামের বাড়িতে থাকা আপনজনরাই। সম্পত্তি আত্মসাতে তারা আমাদের মেরে ফেলতে চায়।’

তৌমুননেছার অভিযোগ তার স্বামী আকরাম মিয়াকে গ্রামের লোকজন বাবু লাল নামে বেশি চিনতো। ১৯৭১ সালে তিনি যুক্তরাজ্যে পাড়ি দিয়েছিলেন। সেখানে উপার্জিত অর্থ দিয়ে দেশে বাড়ি ও ক্ষেতের জমিসহ প্রায় ২৮ থেকে ৩০ কেদার জমি (এক হাজার ডিসিমেল) কিনেছেন তিনি। ১৯৯৯ সালে তিন সন্তানকে ছোট রেখে তিনি মারা যান। এরপর থেকেই সম্পদ গ্রাস করতে উঠেপড়ে লেগেছে তারই সৎ ভাই ছাবুল ও ছবুল মিয়া। দেশে আসতে চাইলে তারা বাধা দেয়; নানাভাবে প্রাণনাশের হুমকিও দিতে থাকে। এরপরেও মাতৃভূমির টানে স্বামীর স্মৃতিবিজড়িত ভিটেমাটিতে অবস্থান করতে দেশে এলেও তাদের বাধার কারণে আজ পর্যন্ত নিজের ভিটায় যাওয়া সম্ভব হয়নি। 

এনপি-০৫