সিলেট মিরর ডেস্ক
জুন ১০, ২০২০
০৫:২৪ অপরাহ্ন
আপডেট : জুন ১০, ২০২০
০৫:২৪ অপরাহ্ন
সিলেট জেলা জাতীয়তাবাদী যুবদলের আহ্বায়ক কমিটির সদস্য লিটন আহমেদের পিতা আবুল বারীর মৃত্যুতে শোক প্রকাশ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
এক শোকবার্তায় বিএনপি মহাসচিব বলেন, ‘আবুল বারী’র মৃত্যুতে আমি তার শোকাহত পরিবার-পরিজনদের প্রতি গভীর সমবেদনা জানাই। সৎ, সজ্জন ও ধার্মিক ব্যক্তি হিসেবে আবুল বারী-কে এলাকার সবাই শ্রদ্ধা করতেন। দোয়া করি- মহান রাব্বুল আলামীন যেন তাকে জান্নাত এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদেরকে মৃত্যুশোক সহ্য করার ক্ষমতা দান করেন।
বিএনপি মহাসচিব শোকবার্তায় মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকাহত পরিবারের সদস্যবর্গ, আত্মীয়স্বজন, গুণগ্রাহী ও শুভানুধ্যায়ীদের প্রতি গভীর সমবেদনা জানান।
প্রসঙ্গত, গত মঙ্গলবার দুপুর ১২টায় মিনিটে বার্ধক্যজনিত কারণে ইন্তেকাল করেন।
আরসি-০৯